আমাদের কথা খুঁজে নিন

   

যে কবিতাগুলো আমরা সবাই পড়েছি , কিন্তু আমরা ক জানি এর লেখক কে বা কোথায় এর উৎপত্তি? নস্টালজিক পোস্ট

হতেও পারে আজ রাতে খাবার পর বাসার ছাদে সিগারেট টানতে গিয়ে হঠাৎ আকাশের তারাগুলির দিকে চোখ আটকে গেলো আর মনে পড়ে গেলো ছোটবেলার সেই কবিতা “Twinkle twinkle little star ” । বারবার মনে করতে চেস্টা করলাম কবিতার লেখক জানি কে ? নাহ পারলাম না । তারপর এইরকম আরও বেশকিছু কবিতার লেখকের নাম মনে করার চেস্টা করলাম । একটাও পারলাম না। তাই নিজের জন্যই খুজতে শুরু করলাম ।

খুজে যা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম Twinkle Twinkle little Star Twinkle, twinkle, little star, How I wonder what you are. Up above the world so high, Like a diamond in the sky এই ছড়াটির উৎপত্তি মূলত একটি ইংরেজী গান "The Star" থেকে , যার লেখক জেন টেলর , প্রথম প্রকাশিত হয় ১৮০৬ সালে । নিচে "The Star" গানের সম্পূর্ন লিরিকটা দেয়া হলো Twinkle, twinkle, little star, How I wonder what you are. Up above the world so high, Like a diamond in the sky. When the blazing sun is gone, When he nothing shines upon, Then you show your little light, Twinkle, twinkle, all the night. Then the traveller in the dark, Thanks you for your tiny spark, He could not see which way to go, If you did not twinkle so. In the dark blue sky you keep, And often through my curtains peep, For you never shut your eye, Till the sun is in the sky. As your bright and tiny spark, Lights the traveller in the dark. Though I know not what you are, Twinkle, twinkle, little star. Twinkle, twinkle, little star. How I wonder what you are. Up above the world so high, Like a diamond in the sky. Twinkle, twinkle, little star. How I wonder what you are. How I wonder what you are. শুনতে চাইলে Jack and Jill Jack and Jill went up the hill To fetch a pail of water. Jack fell down and broke his crown, And Jill came tumbling after. Up Jack got, and home did trot, As fast as he could caper, To old Dame Dob, who patched his nob With vinegar and brown pape এই ছড়াটি মূলত ঐতিহ্যগতভাবে প্রচলিত হয়ে আসছে , এর সঠিক লেখক সম্পর্কে কিছু জানা যায়নি । এটি ইংল্যান্ডে সর্বপ্রথম ১৭৬৫ সালে প্রকাশিত হয়। শুনতে চাইলে Humpty Dumpty Humpty Dumpty sat on a wall, Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men Couldn't put Humpty together again ঐতিহ্যগতভাবে প্রচলিত হয়ে আসছে , এর সঠিক লেখক সম্পর্কে কিছু জানা যায়নি । এটি ইংল্যান্ডে সর্বপ্রথম ১৮১০ সালে প্রকাশিত হয়।

শুনতে চাইলে Baa, Baa, Black Sheep Baa, baa, black sheep, Have you any wool? Yes sir, yes sir, Three bags full. One for the master, One for the dame, And one for the little boy Who lives down the lane লেখক সম্পর্কে কোন তথ্য জানা যায়নি , বলা হয়ে থাকে প্রাচীন যুগে একজন ব্যাক্তি তার ট্যাক্সের ভাগ বন্টন নিয়ে এই কবিতাটির উৎপত্তি হয় । ১৭৪৪ সালে ইংল্যান্ডে প্রকাশিত। শুনতে চাইলে Little Miss Muffet Little Miss Muffet Sat on a tuffet, Eating her curds and whey; Along came a spider, Who sat down beside her And frightened Miss Muffet away লেখক সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও অনেকে মনে করেন কবিতাটি Dr. Thomas Muffet লিখেছিলেন । ১৮০৫ সালে প্রকাশিত শুনতে চাইলে Pussy Cat Pussy Cat Pussy cat, pussy cat, where have you been? I've been down to London to visit the Queen. Pussy cat, pussy cat, what did you there? I frightened a little mouse, under her chair লেখক সম্পর্কে সঠিক তথ্য নেই । ১৮০৫ সালে প্রকাশিত শুনতে চাইলে আজ আর না , আরো মনে পড়লে পড়ে আপডেট করবো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.