আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু-মুসলিম-জৈন-পারসিক-ইহুদী-খ্রীস্টান পরিচয়ে লাভ কি?

পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাভাষী মানুষের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই! শুধু মানুষ হয়ে বেঁচে থাকলে অসুবিধা কোথায়?হিন্দু,মসলমান,জৈন,পারসিক,ইহুদী,খ্রীষ্টান এসব পরিচয় না থাকলে তাতে কি আসে যায়?মানুষকে জোর ক'রে ধর্মের নামাবলী পরানোর মধ্যে কি কোনো বাহাদুরি আছে?না নিছক দলবাজি?আর এই দলবাজির নেশায় বুদ্ধি-বিবেক হারিয়ে মানুষে-মানুষে সংঘাত সৃষ্টি করা,ধর্মের নামে 'মানুষ-নিধন-যজ্ঞ' সম্পাদনে যে কলঙ্কিত ইতিহাস তৈরি হয়,সেগুলিই নাকি পবিত্র ধর্মগ্রন্থ!? এই আশ্চর্য অ-মানবতার শিক্ষা-ই নাকি পবিত্র ধর্ম?আর সেসব অমানবিক শিক্ষাদানের কাজে যুক্ত বিশেষ ব্যক্তিরাই নাকি ধর্মগুরু?.অথচ আশ্চর্য হতে হয়,চরম মুর্খ ব্যক্তিদেরই ধর্মগুরুর আসনে বসানো হয়েছে!!."জগত জুড়িয়া এক জাতি আছে,সে জাতির নাম 'মানুষ জাতি'।".প্রতিটি মানুষের জীবনে এই আদর্শ সত্য হোক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।