আমাদের কথা খুঁজে নিন

   

দেশের কয়েক কোটি কেস এর সমাধানে বেসরকারী কোর্ট চাই ।

_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_- I am bad for bad people,I am good for honest people. I love poor people and poor baby. _-_-_-_-_-_-_-_-_-_-_-_-_- বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রনাধীন বহু বেসরকারী প্রতিষ্ঠান আছে । যেমন বেসরকারী স্কুল,কলেজ,মেডিকেল কলেজ ,ক্লিনিক আর কত কিছুই তো বেসরকারী আছে । বর্তমানে বাংলাদেশে বিচার বিভাগ এর বিভিন্ন কোর্ট যেমন সুপ্রিম কোর্ট,হাইকোর্ট,জর্জকোর্ট,মুনসেফ কোর্ট,জুডিশিয়াল কোর্ট এর ই আজ অচলাবস্থা । যেখানে ভালো লোক কে কোর্টের বারান্দায় দাড়িয়ে থাকতে হয়,যেখানে মহিলা জর্জ এর ছোট বাচ্চার সামান্য কান্নার জন্য সেইদিন এর কোর্ট বাতিল হয়ে যায় এবং দিনের পর দিন বছর এর পর বছর কোর্ট এর সেই বারান্দায় বসে থাকতে হয়,আর সব শেষে আমাদের কি হয় ? টাকা পয়সা সহ সব কিছুই শেষ হয়ে যায় । তবুও আমরা বিচার পাচ্ছি না ।

তাই এই দেশে সরকারী নিয়ন্ত্রনাধীন বেসরকারী কোর্ট এর আশু প্রয়োজন দেখা দিয়েছে । আশা করি সরকারের এই ব্যাপারে একটু টনক নড়বে । আর এও আশা করি যে বেসরকারী কোর্ট নির্মানে সরকার খুব দ্রূত পদক্ষেপ নিবেন । বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রনাধীন বহু বেসরকারী প্রতিষ্ঠান যেমন ভাল করছে,ঠিক তেমনি বেসরকারী কোর্ট ও আমাদের ভাল কাজে আসবে । অন্তত 20/30 বছর কোর্টের বারান্দায় ‍দাড়িয়ে থাকতে হবে না ।

আপনারা কে কে আছেন । আমাদের এই আন্দোলনে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.