আমাদের কথা খুঁজে নিন

   

মেসির ব্যালন ডি’ওরে হ্যাটট্রিক

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সম্মান লাভ করেছেন। সোমবার তিনি তার বার্সেলোনার টিমমেট জাভি হারনানদেজ ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে বিশ্ব ফুটবলে সবচেয়ে মর্যাদাসম্পন্ন ব্যালন ডি’ওর পুরস্কার লাভ করেন। অপর তিনবারের বিজয়ী ব্রাজিলের রোনাল্ডোর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ২৪ বছর বয়স্ক মেসি বলেন, ‘এটা পেয়ে আমি খুবই খুশি। তিনবার এই পুরস্কার পাওয়াটা আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার। ’ তিনি বলেন, ‘আমার জন্য এবারের পুরস্কারটি বিশেষ ব্যাপার, কারণ এবার আমি মনে করেছিলাম পুরস্কারটি পাবে আমার বন্ধু জাভি।

’ মেসি জাতীয় দলের কোচ, অধিনায়ক ও বাছাই করা সাংবাদিকদের কাছ থেকে ৪৭.৮৮ শতাংশ পয়েন্ট লাভ করেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২১.৬ পয়েন্ট এবং জাভি ৯.২৩ শতাংশ পয়েন্ট পান। গত বছর মেসি বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ ও কাব বিশ্বকাপসহ পাঁচটি ট্রফি এনে দেন। পুরস্কারটির ২১ বছরের ইতিহাসে মেসি প্রথম ব্যক্তি হিসেবে টানা তিনবার এটি পেলেন। তার আগে ব্রাজিলের রোনাল্ডো ও ফ্রান্সের জিনেদিন জিদান তিনবার করে এই পুরস্কারটি পেলেও কেউ টানা তিনবার পাননি।

ফ্রান্সের মিচেল প্লাতিনিও টানা তিনবার ব্যালন ডি’ওর পেয়েছিলেন। তবে পুরস্কারটি তখন শুধু ইউরোপিয়ান খেলোয়াড়দের জন্য নির্ধারিত ছিল। পুরস্কারে আরেকটি স্থানেও বার্সেলোনা পরাজিত করে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে। সেরা কোচ হিসেবে রিয়ালের মরিনহোকে হারিয়ে সম্মানটি লাভ করেন বার্সার পেপ গর্দিওলা। সেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন জাপানের হোমারে সাওয়া।

তিনি ব্রাজিলের ফরোয়ার্ড মার্তার পাঁচ বছরের আধিপত্যের অবসান ঘটান। সাওয়া জাপানকে ২০১১ মহিলা বিশ্বকাপ এনে দেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।