আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড -- লিনাক্সের সপ্ন সত্যি হোল?

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা এমনটাই উক্তি করলেন গুগলের উন্মুক্ত আধারের ব্যবস্থাপক(Open Source Manager) জনাব কৃস ডাইবোনা। ১৯৯৫ খৃঃ থেকে তিনি নিজের মত করে লিনাক্স এর ওপর কাজ করছিলেন। তার সাফল্য হোল মোবাইল ফোনের সবচেয়ে চাঞ্চল্যকর চ্যলেঞ্জ প্রদানকারি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তিনি নিজেই বলছেন এতদিন পর -- এন্ড্রয়েড এর মাধ্যমে -- লিনাক্সের সপ্ন সত্যি হোল। সারা বিশ্বে অনুমান করা প্রতিদিন ৫,০০,০০০(পাঁচ লক্ষ) এন্ড্রয়েড ফোন জীবন্ত করা হচ্ছে বা মোবাইল ফোন নেটে চালু হচ্ছে। আই ফোন কে মিডিয়া যতই বাহবা দিক না কেন, আইফোন এর নির্মাতারা নিজেরাই জানেন। তাদের প্রতিযোগী এখন এন্ড্রয়েড চালিত ফোন। ইতিমধ্যেই এন্ড্রয়েড চালিত ফোন নোকিয়া ফোনের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। স্টীভ জনস এর অকাল মৃত্যুতে হয়তো সাময়িকভাবে আইফোন এর একটু সাময়িক কদর বেড়েছে, কিন্তু Open Source এর মহাত্যের জন্য আগামি কয়েক বছরে এন্ড্রয়েড চালিত ফোন এর সংখ্যা সহজেই আইফোন এর জনপ্রিয়তা কে সহজেই ছাড়িয়ে যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.