আমাদের কথা খুঁজে নিন

   

এই অন্ধকারে তুমি একান্তই আমার!

বলার নেই কিছু। কখনো ইচ্ছে জাগে নি কান পেতে শুনে নেই তোমার সব হৃদস্পন্দন! ইচ্ছে জাগে নি তোমার রোমে রোমে জেগে ওঠা ভালোবাসার গচ্ছিত অগুঢ় প্রেমকে ছুঁয়ে দেখি সবার অগোচরে! তবে খুব আঁধারে লুকোতে ইচ্ছে জেগেছে! ইচ্ছে জেগেছে অঘোর অন্ধকারে ছায়াশুন্য অশরীরীর মত নির্জলা রাত্রির কালো সমদ্রে দেই ডুব! যেই অন্ধকারে আমাদের কেউ খুঁজে পাবে না কেউ অট্ট হেসে শেখাবে না ভদ্র সমাজের আয়েশে গড়া অসভ্য অস্বচ্ছ সব রীতিনীতি! দুই চোখের তারাতে ভরে করে রবে শুধুই অন্ধকার! কেউ দেখতে পাবে না কি করে দুটি প্রাণ অনঘ বিন্দুতে হয় একাকার! হারিয়ে যাবার মন্ত্রণাও কর্কশ স্বরে গেয়ে উঠবে না 'এই পৃথিবীতে তুমি আমার নও! তুমি এখন অন্য কারো উদ্ধত বাহুর যুগলে বন্দি!' আর আমি? শত তপস্যার প্রেম নিয়ে চুপটি করে লুকিয়ে যাবো তোমার বুকপকেটের বদ্ধ গহ্বরে! কেউ এসে তর্জনী নাচিয়ে বলবে না তোমার বুকের পাঁজরের হাড়ে গড়া সে তো অন্য এক মানসী! এই অন্ধকারে তুমি একান্তই আমার!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।