আমাদের কথা খুঁজে নিন

   

কোন পথে চলছে আমাদের দেশের অর্থনীতি ????????

শ্রাবণের রাত বিভিন্ন সংবাদ মাধ্যমের যে সব খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হয় না আমাদের দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভাল যাচ্ছে । এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগে । তবে অবস্থা খারাপ যখন আমরা আর একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হব । আমাদের দেশের অর্থনীতি মনে হয় এখন এক নাম না জানা অঞ্চলে রয়েছে । টাকা ছাপিয়ে চাহিদা মেটাচ্ছে ।

সরকার ব্যপক ভাবে ব্যাংক থেকে ধার নিচ্ছে । তাতে খুব তাড়াতাড়ি আমরা তারল্য সংকটে পড়ব তাতে কোন সন্দেহ নেই । তারল্য সংকটের সাথে থাকবে উচ্চ মুদ্রা স্ফীতি । মুদ্রা স্ফীতি ১০% সহজ কথায় আমরা বুঝি , আগে যে পণ্য ১০০ টাকায় কিনতে পারতাম, তা এখন ১১০ টাকা কিনতে হবে । একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল মধ্যবিত্ত শ্রেনী ।

দেশের মধ্যবিত্ত শ্রেনীর আয় যদি ফিক্সড হয় তাতে তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে । এতে দেখা যাবে যে ব্যবসাহিদের লাভের পরিমাণ কমে যাবে । তখন পরক্ষ ভাবে এই টানাপড়েন এর শিকার হবে আমাদের সমষ্টিক অর্থনীতি । আমাদের অর্থ মন্ত্রী যতই বলুক , অর্থনীতির অবস্থা খুবই খারাপ । এভাবে আর কত দিন ।

বাংলাদেশের মানুষ তো বেশী কিছু চায় না । চালের দাম টা কম হোক, নিত্য প্রয়োজনীয় দ্রবের দাম কম হোক এটা চায় । গরুর মাংশের কেজি কেন ২৭০/২৮০ এটা জিজ্ঞাসা করে না । আজ কাল ডাল দিয়ে ভাত খাওয়াটা একটা বড় বিলাসিতা বলে মনে হয় । এ বিপদ থেকে কি ভাবে আমরা মুক্তি পাব তা অর্থনীতিবিদরাই ভাল বলতে পারবেন ।

আমার এই লেখাটা সকালের এই সাংবাদের প্রতিক্রিয়া Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।