আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত -বর্ষা,দাম্পত্য কলহ মিটিয়ে আবার একত্রে হচ্ছেন !!!!!!

তাশফী মাহমুদ অবশেষে ঘোলা জল পরিষ্কার হচ্ছে। দাম্পত্য কলহের গুমোট আবহাওয়ার কারণে অনন্ত-বর্ষার মনের আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করেছে। জোড়া লাগছে অনন্ত-বর্ষার সম্পর্ক। দুজনই আবার সংসার করতে প্রস্তুত। তারাই এ তথ্য দিয়েছেন।

কলকাতা থেকে ঢাকা ফিরে অভিনেত্রী বর্ষা গতকাল জানান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তার কলকাতা যাত্রা নিয়ে রবিবার যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে কিছুটা বিভ্রান্তি রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদে উল্লেখ করা হয়েছিল, বর্ষা কলকাতার বালিগঞ্জের এক শিল্পপতির ফ্ল্যাটে উঠেছেন। সেই শিল্পপতি তাকে কলকাতার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়েছেন। খবরটির সঙ্গে দ্বিমত পোষণ করে বর্ষা জানান, পারিবারিক কলহের কারণে সৃষ্ট অবসাদ দূর করতে কলকাতা যেতে হয়েছিল। এতে অন্য কোনো কারণ খোঁজার অবকাশ নেই।

কলকাতা গিয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তিনি। বর্ষা বলেন, তিনি অনন্তকে ভালোবেসে বিয়ে করেছেন। তাই তার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে, সামান্য দাম্পত্য কলহে তা শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, অনন্তকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভালোবেসে যাবেন।

অনন্ত ছাড়া অন্য কেউ কখনো তার জীবনে আসতে পারবে না। বর্ষা বলেন, তার আজকের অবস্থানের জন্য সৃষ্টিকর্তার পর সব অবদান অনন্তের। রাগের মাথায় হয়তো কোনো কাগজে সই করে থাকতে পারেন তিনি। কিন্তু ওটা যে ডিভোর্স পেপার তা কখনোই তার বিশ্বাস হয়নি, এখনো হচ্ছে না। বর্ষা বলেন, এখন সব মান অভিমানের অবসান ঘটেছে।

অনন্ত কাছে ডাকলেই তিনি তার সংসারে ফিরে যাবেন। শুধু সংসার নয়, তিক্ততা ভুলে সব কাজে অনন্তের পাশে দাঁড়াবেন তিনি। 'মোস্ট ওয়েলকাম টু' চলচ্চিত্রের কাজও আবার শুরু করতে চান বর্ষা। নিজের বিরুদ্ধে অনন্তের করা নানা অভিযোগ প্রসঙ্গে বর্ষা বলেন, 'ওসব সে রাগের মাথায় বলেছে। কারণ অনন্ত ভালো করেই জানে, বর্ষা কেমন মেয়ে'।

বর্ষা বলেন, আমার ভুল ছিল হুট করে কলকাতায় চলে যাওয়া এবং মুঠোফোন বন্ধ রাখা। মুঠোফোনটি খোলা থাকলে সাংবাদিকসহ সবাই প্রয়োজনে যোগাযোগ করে খবরের সত্যতা যাছাই করতে পারতেন। বর্ষার সঙ্গে ফোনে কথা হওয়ার পর অনন্তের সঙ্গে যোগাযোগ করা হয়। বর্ষার সুরে অনন্তও তখন বলেন, 'সবার সংসারে সমস্যা হয়, কিন্তু ও প্রথমে জেদ ধরে রাখতে গিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাধারণ একটা ব্যাপার কুৎসিত আকার ধারণ করেছে।

যাই হোক, এখন যদি ও ভুল বুঝতে পারে তাহলে আমার বলার আর কিছুই নেই। কারণ আমি সব সময়ই চেয়েছি আমাদের মধ্যে যত সমস্যাই হোক আমরা যেন সুখে-শান্তিতে সংসার করতে পারি। এখনো সে কথাই বলছি। কারণ ওকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। '  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।