আমাদের কথা খুঁজে নিন

   

মা, মাকে নিয়ে একটা দুঃখ স্মৃতি আর মাকে নিয়ে সামুর কিছু মাইনাচীয় পোষ্ট

বিশ্বাস অনেক বড় জিনিস.......... মাকে নিয়ে কথা বলার অনেক কিছুই। লিখতে লিখতে এ ব্লগ পুরোটা হয়তো ভরে যাবে, তবুও মায়ের গুনগান, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ মমতা, সন্তানের জন্য মায়ের দরদ, মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্য, সম্মান, ভালোবাসার কথা শেষ হবার নয়। মায়ের গুনগান করে কবি সাহিত্যিকরা কতো কিছুইনা লিখে, সেসব জ্ঞানাভাবে আমার সম্ভব না। আমরা সময়ে অসময়ে বুঝে কিংবা না বুঝে মাকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি। দুনিয়ায় খোদার পরে হয়তো এমন কেউ একজন আছেন যে কিনা সকল কষ্ট নিরবে সয়ে যান, সে জনটি হলো মা।

মাকে দেয়া হাজারো কষ্টের মাঝে একটা আমাকে সবসময় তাড়িত করে। সেটি অনেক আগের। ভুলতে পারিনা কোন ভাবেই। ছোট বেলায়, একবার জেঠাদের আমগাছে সদ্য আম পাকতে দেখে হুট করে উঠে পেড়ে নিই। মিষ্টি আমের ভাগ কাউকেই দেয়ার না, ছোট্ট বয়সে যা হয় আরকি।

সেদিন কেন জানি মা বলেছিলো দেখি দেখি কেমন স্বাধ আমটির? আমি ”না” বলেই দুরে গিয়ে বেশ আয়েশ করে আমটি একা একাই খেলাম। মাকে না দেয়াতে হয়তো মা কোন রকম কষ্ট পায়নি, স্নেহে মুচকি হেসে আমার আম খাওয়া দেখেই তৃপ্তি পেয়েছেন। কিন্তু আমি সেদিন মিষ্টি আমটি খেয়ে তৃপ্তি পেলেও আজ পর্যন্ত সেই স্বাদটাই আমার সমস্থ আত্মাজুড়ে তিক্ত হয়েই মিশে গেছে, রয়েছে। যখনি আম খেতে নিই হাতে, তখনি মায়ের সেই দিনের কথা মনে পড়ে। সেদিনের অবুঝ মনের না’টা এখনো আমাকে কাদাঁয়।

ইস কেনযে দিলামনা মাকে। নিজেকে কোনপ্রকারেই ক্ষমা করতে পারিনা, যায়ওনা। মাকেও বলতে পারিনা, মা, তোমায় দেয়া লাখো কোটি আঘাত, কষ্ট থেকে ওই একটা হলেও অন্তত ক্ষমা করো, বলার সেই মুখটিও আমার নেই। তাই মনে মনে বলি ”মা ক্ষমা করো” মাকে নিয়ে সামুতে আসার পর তেমন কোন পোষ্ট আমার নজরে আসেনি, হয়তো এসেছে অনেক, আমার অগোচরে রয়ে গেছে। কয়েকদিন খুঁজাখুঁজি করে কিছু পোষ্ট বের করলাম।

তা সবার জন্য সেয়ার করলাম। গল্প; মা - ইমন জুবায়ের মা-বাবা, সন্তান এবং নিজের জন্য কোরআন থেকে নেয়া কিছু দোয়া - তালহা তিতুমির ;;;;; মা ;;;;;;;;; - শোশমিতা মা'কে মনে পড়ে আমার মা'কে মনে পড়ে - জারনো বলতে পারিনা মা-তবু আজ শুধু একটু বলি - অদৃশ্য সত্তার বাক্যালাপ মা- বিশ্ব ভুবণ মাঝে তাহার হয়না তুলনা - শায়মা গল্প: মা - সব্যসাচী প্রসূন মা-ই সন্তানের প্রধান অভিভাবকঃ - জুল ভার্ন মা - ছোট গল্প (যে সব ব্লগারদের মা নেই তাঁদের প্রতি উৎসর্গিত) - বৃষ্টি ভেজা সকাল ১১ মা আমার প্রিয় বন্ধু - ঝুমি মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র মেসেপোটেমিয়ার মা - পুলক পাল মা যে গেল অনেক অনেক দুরে - জুন দোআ করো মা! তোমার এই বান্দর পোলাডা যেন এমনি ভাবে স্বাধীন বান্দরই থাকতে পারে আরো কয়েকটা বছর! - হুপফূলফরইভার ছোট্ট বেলায় মা আমাকে হারিয়ে যাবার ভয়ে পায়ে নুপুর পরাতো - অপ্সরা আমার মা - আরিয়ানা অব্যক্ত ভালবাসাঃ জয়তু মা...জয়তু মাতৃত্ব - শাহরিয়ার রিয়াদ মা - মন যাযাবর মা - জোবায়ের মা - সুফিয়া ছুটি পেলে এবার মা গো তোমায় আমি দেখতে যাব - শাওন আমি "মা" কে অনেক কাঁদিয়েছি ,, অনেক কষ্ট দিয়েছি , তবুও তিনি আমাকে জীবনের চেয়েও বেশি ভালবাসেন,, - আর.এইচ.সুমন আমার মমতাময়ী মা, যাকে আজীবন মিস করব - ডালটন মা - বাংলা'র নবাব মা আমি এখন রাতে না খেয়ে ঘুমালে, আমাকে কেউ কিচ্ছু বলে না - আবদুর রহমান (রোমাস) ৭০০০টা বাচ্চার মা - জেরী নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী - ভোরের কুয়াশা...ফয়সাল আমাদের মা /// হুমায়ুন আজাদ - সুরঞ্জনা কোথায় আছ কেমন আছ মা... - সুরঞ্জনা মা ও মেয়ে(শেষ পর্ব) - সুরঞ্জনা মা,এবার নিজের জন্যে বাঁচো - রোদেলা গল্পঃ মা - ত্রিনিত্রি মা কা ব্যাটা!!! - নাজনীন১ মুক্তিযুদ্ধ এবং এক মা - সুলতানা শিরীন সাজি বিশ্ব মা দিবসে আমার মা এবং আমি - সুলতানা শিরীন সাজি আমার মা - নাইয়ার আমার মা আমার পৃথিবী...................../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী মা - স্বপ্ন নীল মা কেন এত কষ্ট করেন.. সিটিজি৪বিডি মা তোমাকে বলছি - জেমিনি মা - দীপান্বিতা মা - কাউসার আলম মা - বিপ্র মা - কালপুরুষ মা - শামীম শরীফ সুষম মা - ওয়ে অফ লিবার্টি প্রিয় মা - মুহিব শুধু আমি আর আমার মা............. - সত্যবাদী মনোবট মা দিবসের ইতিহাস - টি-ভাইরাস মা - ইমির প্রিয় মা ও মাতৃভাষা, আমার অশ্লীল শব্দাবলীর জন্য আমাকে ক্ষমা করো - সন্যাসী মা তোমাকে বলছি... . - অর্ক আিসফ শাওন মা তুমি এত খারাপ কেন? - অতিথি_পথিক_মানুষ মা - টুনা মা : স্রষ্টার মতো অসীম ক্ষমতাবান এক মহীরূহ - হিমু রুদ্র আমার মা বোকা, মিথ্যুক এক নিখাদ মমতাময়ী - বিলাস আহমেদ খাঁন আমার মা - ছন্নছাড়ার পেন্সিল মা ... (ছবিগল্প) - কালান্তর আসবে আমার মা - আলী প্রাণ শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার মা দিবস শুরুর ইতিহাস ও মা-হারাদের জন্য একটি গান - বিপ্লব কান্তি মা - কবীর হুমায়ূন আমার মা, আমার ঈশ্বর - ফরহাদ উিদ্দন স্বপন মা - শাহনাজ সুলতানা "মা" - নীরব দর্শক্ মা আমি তোমার পাখির ছানা - সিফাতরক্‌স "মা" - স্নিগ্ধা প্রিয় মা ও মাতৃভাষা, আমার অশ্লীল শব্দাবলীর জন্য আমাকে ক্ষমা করো - সন্যাসী মাকে নিয়ে ২টি ছড়া - মোজাম্মেল প্রধান আমি ভাল নেই .....মা ভাল নেই ...(update 27 trikh sokal 11.10) - নিলআকাশেরদুঃখ মা দিবসে সমস্ত মাকেই জানায় শুভেচ্ছা - মায়াবতী মেয়ে আমার স্বাধ না মিটিলো - অপ্রিয় সত্য ৭০০ মা দিবসের মুক্তিপ্রাপ্ত দুটি অ্যালবাম - এস.কে.ফয়সাল আলম মা... - কাকভেজা মায়ের মত আপন কেহ নাই, মায়ের কোন দিবস নাই - পাললিক মন মায়ের জন্য ভালবাসা - সাইফ সামির মা - ওয়ে অফ লিবার্টি মা দিবস উপলক্ষে সকল মাকে ভালবাসা জানিয়ে - সামছা আকিদা জাহান বিয়োগব্যথা - হানিফ রাশেদীন "মায়ের কাছে সন্তানের চিঠি .........(অপ্রকাশিত)" - রিয়েল ডেমোন মা নিয়ে সামুর গ্রুপ মা দিবস ই-বুক - "মমতাময়ী" - ~স্বপ্নজয়~ অপরাজেয় এইসব মায়ের মুখ... - ফিউশন ফাইভ আত্মার আত্মা, নাড়ি ছেঁড়া ধন - সমুদ্র কন্যা মা'র কোন বিশেষন নেই - আকাশের তারাগুলি প্রিয় মায়েরা-১ - গরীব মানুষ প্রিয় মায়ের জন্য কান্না.. - হাসান শরিফ বেহেশতের সম্রাজ্ঞী মা ফাতেমার শাহাদত বার্ষিকী আজ - মিষ্টিগল্প রাতের তারা ভোরের তারা মাকে জানিয়ে দিস... - মাহী ফ্লোরা মায়ের জন্য 'ম' ধ্বনি - শারিম টুমপা পৃথিবীর সব মায়ের জন্য, মায়ের সন্তানদের জন্য ভালোবাসা - সুরঞ্জনা আমি মা - সুরঞ্জনা মা দিবস ,আমি এবং এলোমেলো ভাবনারা - ফারা তন্বী মায়ের আঁচল - নষ্ট কবি তিনি এবং তার জন্যই এই আমি!! - লাল চাঁন ....... আমার মা ........ - রাষ্ট্রপ্রধান আমার লক্ষী আম্মু - মেঘ_মেঘা তোমার মাকে অন্য কোথাও রেখে আস,নাহলে বৃদ্ধ নিবাসে রেখে আস, আমি তোমার মায়ের সাথে থাকবো না.. (সত্যি ঘটনা) - কষ্ট - ১ আমার মা নেই। কাকে ভালবাসবো???কাকে ভালবাসা জানাব? - পাগলমন২০১১ কেমন আছিস তুই...আমায় ছাড়া? - কালো চিতা আমার মায়ের আজব সব কর্মকান্ড সমূহ - মনিহার মা তোমাকে সালাম - লুৎফুরমুকুল মার সাথে কিছু স্মৃতি - নুর হাসান মুহাম্মদ তানভীর আম্মু... - জয় রাজ খান "মা" - নীরব দর্শক্ মা তোমাকে অনেক বেশী ভালবাসি - অনির্বাণ রায়। ও মা -মারে তোর রান্ধনই সবচাইতে স্বাদ লাগে - লাইলী আরজুমান খানম লায়লা মা আমার পৃথিবীর সেরা মা - ওয়েসিস মা দিবস স্পেশাল (ছবি ব্লগ) - শরিফ নজমুল মা এবং জন্মভূমির মাটি স্পর্শ করা ছাড়া আমার মাথা আর কারো সামনে নোয়ায় না - আহাদনূর আমার মাকে যে আমি ভালবাসি না - মেেহদী১০ জন্মদায়িনী - ~স্বপ্নজয়~ আমার মা এর জন্মদিন - ~স্বপ্নজয়~ মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ (আপডেট) - ~স্বপ্নজয়~ মা - ইসরা০০৭ 'মা' যে শব্দটি শুনতে সবচেয়ে সুমধুর - hafiz01717 মা আমার - আবু সালেহ "মা" তোমার ভালোবাসায় গড়ে ওঠুক সুন্দর পৃথিবী - আবু সালেহ মা'গো তোমায় ভালোবাসি বলবো না........... - আবু সালেহ মা এর সাথে আর কারো তুলনা হয় না……প্রেমিকা সে তো অনেক দূরে……………তবুও যদি…… - বাচ্চা ছেলে না বলা কিছু কথা,মা তুমি কি শুনতে পাচ্ছ??? - সালমাহ্যাপী চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা - খোলাচিঠি মা - স্বদেশ হাসনাইন কবিতা: জননী - স্বদেশ হাসনাইন -: জননী:- - সুমাইয়া মুনিরা জননী - কবীর হুমায়ূন জননী - জলদস্যু জননী - শেখ আমিনুল ইসলাম # জননী # - মেঘ দূত হে জননী - অনিক ঘুম পাড়িয়ে দাও মা - রোজেল০০৭ মা - জোবায়ের নিয়ন মা আমরা তোমাকে অনেক ভালবাসি - শারমীন মাহমুদ রীমা মা তুমি চলে যেওনা - শারমীন মাহমুদ রীমা মাকে নিয়ে গাওয়া কিছু গান - জ। লিস জন্মভূমি মা আমার - সায়েম মুন মা'কে কষ্ট দেয়ার আগে পুনরায় ভেবে দেখবেন কি ?? মা নিয়ে একটি পোস্ট, অনুরোধ করলাম পড়ার জন্য - একজন নবিস ব্লগার মা - সায়েম মুন মা দিবসে মাকে নিয়ে কয়েকটি কবিতার সংগ্রহ - মো রেজাউল করিম গ্রামে গন্জে পথে প্রান্তরে হাজারো মায়ের মুখের ভীড়ে সবকিছু ছাপিয়ে উথলে ওঠে যেই আদলটা, তা যেন সর্বকালে সর্বযুগে একই ছবি আঁকে।

পৃথিবীর সব মায়ের মুখেই আঁকা থাকে একই ছবি। অথচ স্বার্থপর আমরা একসময় ভুলে যাই মায়ের ত্যাগ, ভালোবাসা, জীবনের বিনিময়ে অমূল্য অবদান। মা দিবস আসলে মাকে নিয়ে আদিখ্যেতা নয় প্রতিটা দিন অন্তত একটাবার তার খবর নেই এই হোক আমাদের চাওয়া। হাসিমুখে কুশল জিগাসা করি।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।