আমাদের কথা খুঁজে নিন

   

ভালো মানুষের লাঞ্চনার শেষ নাইঃ প্রসংগ শিপু ভাই

গত এক সপ্তাহ যাবত শিপু ভাইকে নিয়ে যে নোংরামী চলছে তার কারন কি? তিনি গুরুগম্ভির বা টাইপড কোন ব্লগার না হলেও যথেষ্ট জনপ্রিয়। এই এক সপ্তাহে অনাকে নিয়ে কম করেও ১০ টা পোস্ট এসেছে। ওনার চেয়ে জনপ্রিয় ও ভালো ব্লগার সামুতে অনেক আছে। শিপু ভাইকে ব্লগে কখনো নোংরামী করতে দেখা যায় নি। অসংখ্য ছাগু পোস্টে ওনাকে প্রতিবাদির ভূমিকায় দেখা গেছে।

বোঝাই যায় উনি ব্লগে প্রচুর সময় দেন। কমেন্ট ও করেন প্রচুর। তাহলে কি তার অপরাধ? আমি একটু ঘেটে তার উল্লেখযোগ্য কিছু এক্টিভিটি পেলাম। তা আপনাদের সামনে পেশ করছি- #সবাকের আহবানে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানব বন্ধনে শিপু ভাই- #জগন্নাথ ইস্যুতে এক্টিভিস্টদের সমাবেশে শিপু ভাই। যে সমাবেশের জন্য আসিফ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।

ঐ সমাবেশের পর শিপু ভাইকে আসিফের সাথে দাঁড়িয়ে পেপসি ও সিগারেট খেতে দেখা যায়। #নাস্তিক আসিফ মহিউদ্দিনের মুক্তির দাবীতে সমাবেশ হয় জাতীয় জাদুঘরের সামনে। নেতৃস্থানীয়দের মধ্যে শিপু ভাইকে দেখা যায়। (হায় হায় শিপু ভাই নাস্তিক হয়ে গেল) #ফেলানী হত্যার প্রতিবাদে শিপু ভাই মানব বন্ধনে অংশ নেয়। #সবাক, পারভেজ আলমদের সাথে কাধে কাধ মিলিয়ে "ইভ টিজিং বিরোধী পোস্টারিং" কার্যক্রমে অংশ নেয়।

#সামুর ব্লগারদের ব্যানারে "শীত বস্ত্র বিতরন কার্যক্রম২০১০" এর নেতৃত্ব দিয়েছেন শিপু ভাই। যা ছিল সামুর ইতিহাসে সবচেয়ে বড়। #২০১০ ও ২০১১ এর সামুর বিজয় র‌্যালীতে তাকে উজ্জ্বল ভাবে দেখা যায়। #ব্লগারদের বিভিন্ন আড্ডায় শিপু ভাই অংশ নেন এবং নতুন ব্লগারদের উতসাহ দেন। #"ব্লগ ফিল্ম" নামের আনকোরা এক ধারনার প্রবর্তন করেন শিপু ভাই।

শুধুমাত্র ব্লগে একটা পোস্ট করার জন্য তার এই খাটুনি প্রমান করে সামু ও এর ব্লগারদের প্রতি তার ভালোবাসা। View this link সরল মানুষ, মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা সকালের সাথে পরিচয় থাকার কারনে তাকে ছাগবান্ধব অপবাদ শুনতে হয়। তাহলে রুদ্রপ্রতাপ, নাহোল, রাজসোহান, অমিয় উজজবল,পারভেজ আলম, আসিফ এর সাথে ঘনিষ্টতার জন্য তাকে নাস্তিক বলা হবে না কেন? আমি ব্লগে আসার পর প্রচুর পোস্ট পড়ি (অফ লাইনে)। কমেন্টস কম করা হয়। আর লিখতে পারি না।

তো শিপু ভাইকে কখনো কাউকে বাজে কথা বলতে শুনি নাই। তবে উনি সে সহজ সরল এটা বেশ বোঝা যায়। কে বন্ধু আর কে বন্ধুরুপি শত্রু উনি বুঝতে পারেন না। ওনার সরলতার সুজোগে ওনাকে নিয়ে এধরনের নোংরামী করা হয়। তার জনপ্রিয়তাও অনেককে ঈর্ষান্বীত করে।

শিপু ভাইয়ের মত আমিও বলি- "ভন্ডামী দেক্তারি না"।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.