আমাদের কথা খুঁজে নিন

   

কী খবর ব্লগীয় বন্ধুরা?

... ব্লগাররা কষ্ট করে লিখবেন পোস্ট আর তুচ্ছাতিতুচ্ছ কারণে মডারেটর সেগুলো কচলে দেবেন তা কখনোই কাম্য নয়। তো সেরকমই হয়েছিলো আমার বেলাতে। ২০০৮এর ২৫ ডিসেম্বর থেকে শুরু করে সামুতে ব্যানহীন কেটে যাচ্ছিলো। পুরোটা সময় নিরাপদও ছিলাম। যতো বিপত্তি ২০১০এ এসে। কোনো এক গালিবাজ (ট্যাগবাজ) অকারণেই দিলো গালি, আর আমারও মেজাজ গেলো খিচড়ে কারণ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার লক্ষণ নেই! অপরদিকে আমি একটা মানোত্তীর্ণ স্যাটায়ার লিখলাম সেটি মুছে তো দেয়া হলোই আমাকে সর্বময় ব্যান করে দেয়া হলো। যে মানোত্তীর্ণ স্যাটায়ার লিখতে পারে সে আর যাই হোক, কুকুর-গরু-ছাগল-শূকরের সাথে বিনাবাক্যব্যয়ে একই খোয়াড়ে থাকার যোগ্য নন? তো গতকাল মেইল করেছিলাম আমার শত শত ড্রাফটেড পোস্ট আবার খুলে দিতে চাই কিন্তু ব্লগিং করে সময় নষ্ট করতে চাইনা। ব্যাস, মডুসায়েব মেইল করে জানালো আমাকে এক লাফে নিরাপদ এবং সকল পোস্টের সকল সীমাবদ্ধতা তুলে নেয়া হয়েছে "your blog has been opened and all bans removed." সুতরাং আমি চাইলেই এখন আবার আপনাদের সাথে মূল্যবান সময় ফাউভাবে নষ্ট করতে পারি। হ্যাপী ব্লগিং


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।