আমাদের কথা খুঁজে নিন

   

কেন সরকারের দেয়া বিনামুল্যে পাঠ্যবই স্কূল থেকে কিনতে হবে ?

পৃথিবী নামক রঙ্গমঞ্চে আমরা সবাই প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। যার অভিনয় যত ভালো হচ্ছে, সে তত সেরা হচ্ছে। আমার বড় বোনের ছেলে এই বছর কে.জ়ি. ওয়ানে উঠেছে। সে রাজধানী ঢাকা’র সোবাহানবাগে অবস্থিত “নবারুন বিদ্যানিকেন” স্কুলে পড়ে। স্কুল থেকে দেয়া কে.জি. শ্রেনী’র বই এবং খাতার সাথে সরকারের দেয়া ‘বাংলা ও গণিত’ বইগুলো তাকে নগদ টাকা দিয়ে কিনতে হয়েছে। জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন- এই স্কুলগুলো কী সরকারের কাছ থেকে টাকা দিয়ে বই কিনে ? নাকি, বিনামুল্যে সরকারের দেয়া বই student দের কাছে বিক্রি করে, মাননীয় education minister ও education ministry কে কমিশন দেয় ? খোদ রাজধানী’তে এই অবস্থা হলে সারাদেশের কি অবস্থা হবে। ভেবে দেখুন............... এখানে উল্লেখ্য, যে বই এবং খাতাগুলো (পাঠ্যবই ছাড়া) দিয়েছে, সে গুলোর বাজারদর ২০০ টাকার বেশি নয়, সেগুলোর সাথে সরকারের দেয়া ‘বাংলা ও গণিত’ (মাএ ২ টা বই) দিয়ে তার কাছ থেকে নিয়েছে ৮৫০ টাকা। তার মানে এই ২ টা বই’র দাম ৬৫০ টাকা !!!! এবার কি বাণিজ্য ও খাদ্য ministry এর পর- education ministry তে’ও বাজার মনিটরিং সেল গঠন করা হবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।