আমাদের কথা খুঁজে নিন

   

সাগুদের চুলকানির ওষুধ

বুকের ভেতর অনবরত লিখে চলেছি, অনুভূতি গুলোকে ভাষায় ফেলতে চাই। সাগুদের চুলকানির ওষুধ যে কবে আবিষ্কার হবে? সকালে উঠে মন খারাপ হয়ে গেল। আমি রাতে ঘুমানোর আগে একটি মজার পোস্ট দিয়ে ঘুমাতে গেলাম। রম্য কবিতা টি ফেসবুক এ অনেক পেজ এ দেখলাম। তাই ভাবলাম ব্লগের বন্ধুদের হাসির খোরাক কিছু দেই।

নিচে সুন্দর করে সংকলিতও লিখে দিলাম। কারন লেখকের নাম আমি খুজেও পাইনি। আর দেখলে যে কেও বুঝবে ওটা আমার লেখা না। তাই আর পোস্ট বড় করতে চাইনি। কিন্তু কিছু সাগুর এমন চুলকাইল যে মাংশই উঠে যায় মনে হয় এগুলা মেবি সামু তে নাইট গার্ড এর চাকরী পাইসে সাগু সমিতির থেকে পুনচ্চঃ সাগু দের চুলকানির ওষুধ অবিলম্বে দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.