আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি হাসিনার এই আমলে চায়ের সর্বনিম্ন দাম ১০ টাকা হবে?

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কিছুদিন আগে চায়ের ষ্টল নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। সেখানে একজন ব্লগার ভাইয়ের সাথে আলাপ করে জানলাম ২০১১ পর্যন্ত সাধারণ চায়ের ষ্টলে প্রতিকাপের দাম ৫ টাকা। যেখানে আমি ২০০৯ সালে দেশে থাকতে দেখে গেছি ৩টাকা করে। এখন ২০১২ সালের শুরুতে ডিজেলের দাম বৃদ্ধির কারণে কেউ কেউ চায়ের দাম ১ টাকা বৃদ্ধি করে ৬ টাকা করছে। আর অর্থমন্ত্রী মুহিত সাহেব গাল ভরা হাসি মুখে বলছেন এ বছর জ্বালানি তেলতো বটেই বিদ্যুতের মূল্যেরও বৃদ্ধি ঘটতে থাকবে। এভাবে চলতে থাকলে হাসিনার মহাজোট সরকার মনে হয় অন্য সব জিনিসের পাশাপাশি এক চায়ের দামও ১০ টাকা হয়ে যাবে। আমি নিশ্চিত নই কিংবা ভুলও হতে পারি। তাই ব্লগার ভাইরা কি মনে করেন?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।