আমাদের কথা খুঁজে নিন

   

এই মাত্রপড়লাম হকিং বাবুর, ‘দ্য গ্রান্ড ডিজাইন’ আর দেখলাম বাংলা ভিশনে ইংরেজী নববর্ষ উপলক্ষে সরোয়ার ফারুকির লাইভ অনুষ্ঠানে পুনঃপ্রচার।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না। ১ মানুষের মস্তিষ্ক শূণ্য হয়ে গেলে অর্থহীন ব্যরব্যর করে। এমই একটি অর্থহীন বই ‘দ্য গ্রান্ড ডিজাইন। ’ হকিং সাহেব যে পুরা আউলাইছেন তার প্রমাণ এই বইটিতে পাওয়া যায়। যেই তত্ত্বটির জন্য অপেক্ষা করতে হবে বছরের পর বছর।

গবেষণা করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। কারণ আমাদের জ্ঞানবিজ্ঞান একক থিউরির প্রদানের মত সক্ষম গণিত তৈরি করতে পারে নাই। তবে আমরা আশা বাদি। কারণ জ্ঞানবিজ্ঞান বির্বতনের ফল। হকিং একটু করে যাবে।

তারপর আরেকজন আসবে। তখনই মিলবে মহান থউরি। হকিং হঠাৎ মরিয়া হয়ে গেলেন সেই তত্ত্বের জন্য। যেটা এখনো আসে নাই মহান বুনিয়াত। হঠাৎ করে আসেও।

আর আইনস্টাই চেষ্টা করে গিয়েও সফল হয়নি। কারণ হকিং বলেছিল তখন বিজ্ঞান ততটা উন্নত ছিল না। তার থেকেও বড় কথা আইস্টাই পরিবর্তি সফল কোন থউরি আমরা পাইনি। ঐ কোয়ান্টাম তত্ত্ব আর আপেক্ষিক তত্ত্বেই আমরা থেমে আছি। তবে গায়ের জোড়ে পাহাড় ঠেলার মত হকিং পাহারের গায়ে পিঠ দিয়ে হাপি যাচ্ছে।

তার হাপানির বহিঃপ্রকাশ দ্য গ্রান্ড ডিজাইন। ২ বাংলা ভিষনে আমার ছোট ভাইকে দেখলাম সরোয়ার ফারুখী, তিশা, মোশারফ করিমের একটি অনুষ্ঠান দেখছে। যেটা ইংরেজী নববর্ষ ২০১২ উপলক্ষে করা। অনেক তরুণের আইকন এই সরোয়ার ফারুখী। অথচ যে ঝিমুচ্ছে।

চোখ মেলে তাকাতে পারছেন না। যারা গাজাখোড়দের সামনের থেকে দেখেছেন তারা এই ঝিমুনিটি চিনতে ভুল করেন নাই। সে গাজা খান, আমি মনে করে ব্যক্তিগত বিষয়। কিন্তু একটি অনুষ্ঠানে আসার আগে একদিন গাজা না খেয়ে এলে হয় না। কারণ এদেরকে যে আমাদের নতুন প্রজন্ম অনুকরণ করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।