আমাদের কথা খুঁজে নিন

   

কুয়েট-এ ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমার প্রতিক্রিয়া.............

নামহীন...... ভেবেছিলাম অন্যায়ের প্রতিবাদ করব………… তাই রুখে দাঁড়ালাম………. কিন্তু ফল কি হল তাতে………? মার খেলাম, কোপ খেলাম চাপাতির…… হলের ভেতরে আজ আমদেরই রক্ত ছড়িয়ে-ছিটিয়ে…… আমাদের বাঁচাতে দৌড়ে এলেন শ্রদ্ধেয় শিক্ষকেরা........ তারপর..... নিজেদেরই ছাত্রদের হাতে মার খেলেন, হলেন লাঞ্ছিত......... আজ তাদের হৃদয়ে ঝরছে অবিরাম রক্তধারা......... এ ব্যাথা ভাষায় বোঝাবার নয়........... সবশেষে পিশাচেরা ‘জয় বাংলা’ বলে বেরিয়ে গেল......... এটাইকি ছিল শেখ মুজিবের শিক্ষা.........? এরপর আমাদেরই বিরুদ্ধে করা হল মামলা…… এই বর্বরতার বিচার না হলে......... হয় ওদেরকে উচিত শিক্ষা দেবো ওদেরই নিয়মে……. নাহয় এ দেশ ছেড়ে চলে যাব……. চোখের সামনে অনাচার-অবিচার সহ্য করতে পারি না......... সবকিছুই নষ্টদের অধিকারে চলে যাচ্ছে……. সেইসাথে আমরাও নষ্ট হয়ে যাচ্ছি…………

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।