আমাদের কথা খুঁজে নিন

   

ইহা কি শুনিলাম !!!!!!

‘BPL - Bangladesh Premier League এ দল কিনতে চেয়েছেন শাহরুখ খান’, বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন লীগটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পরিচালক অঞ্জন গাঙ্গুলী। দেশের ক্রিকেটের হাল উত্তেজনা বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মাঠে গড়াবে ৯ ফ্রেব্রুয়ারি। মিরপুরে বৃহস্পতিবার দুপুরে বিপিএল কমিটি ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘গেম অন’-এর আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত হন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজ উদ্দিন মো. আলমগীর, গেম অনের ইভেন্ট ম্যানেজম্যান্টের পরিচালক অঞ্জন গাঙ্গুলী, বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং সিইও মঞ্জুর আহমেদ। সেখানেই অঞ্জন গাঙ্গুলী জানালেন, ‘‘বিপিএলে দল কিনতে চেয়েছেন শাহরুখ খান। নিজস্ব কোম্পানি থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছে।

” ১০ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দল কেনার নিলামে দেশীয় কতগুলো কোম্পানি অংশ নিতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে আলমগীর বলেন, ‘‘আমাদের কাছ থেকে এ পর্যন্ত ৭টি কোম্পানি দল কেনার বিডিং কিনেছে। কিন্তু কোম্পানিগুলোর আপত্তির কারনে আমরা এখনই নামগুলো ঘোষণা করতে পারছি না। ” গেম অন-এর অঞ্জন গাঙ্গুলী আরো জানান, ‘‘ম্যাচ গুলো সম্প্রচারের স্বত্ব কিনেছে স্থানীয় কোম্পানি চ্যানেল নাইন। তাদের সঙ্গেই বিদেশী টিভির আলোচনা হচ্ছে। অচিরেই তা ঘোষনা করা হবে।

”...... দুঃখিত, পোষ্ট টি পুরাটাই copy & paste করেছি...... ...যাই হোক এইবার আমার মন্তব্য বলি............ আমার জানার মতে IPL এ সব দলের মালিক ই ভারতীয়। কিন্তু অন্য দেশের লোক আমদের দেশের দল কিনবে, শুনতে ঠিক ভালো লাগছে না। আমি ব্যক্তিগত ভাবে শাহরুখের বিরোধি নই, কিন্তু ইহা আমার ভাল লাগে নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।