আমাদের কথা খুঁজে নিন

   

সব লং জার্নিতেই পাশের সিটে থাকে কোন সুন্দরী রমনী~আহ্ কি আরাম!

আমি তোমার পথ চেয়ে ঠায় দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে, আমার শাখা-প্রশাখা গজাবে, আমি বৃক্ষমানব হয়ে যাবো তবুও আমি অধৈর্য্য হবো না... ... ... এক শ্রদ্ধেয় বড়ভাই(ধরেন আবলুল) খুব বড় গলায় বলতেন যে, সব লং জার্নীতে তার পাশের সীটে কোন না কোন এক সুন্দরী মেয়ের সীট পড়েই! তার ভাগ্য খুব ভালো.......বাহ্ কি আরাম! জার্নীটাই যেন শুভ হয়ে যায়....কি মজা! ব্যাপারটায় মনে কিছুটা খটকা লাগলো। আমরা থাকি খড়ায় আর তুমি থাক বর্ষায়! কি হেতু এই ঘোর বর্ষার? কারণ খুজে পেয়েও গেলাম। উন্মোচন করলাম আবলুল ভাইয়ের ভাগ্যের রহস্য। সে যখন টিকেট কাটতে যায় তখন কাউন্টারে বলে,"ভাই একটা মহিলার সিট বুকিং দেন"। আর কাউন্টারের লোকজন স্বাবাভিকভাবেই অন্যকোন মহিলার পাশের সিটটা দেয়ার চেষ্টা করেন। এতদিনে বুঝলাম আবলুল ভাইয়ের ভাগ্যের রহস্য!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।