আমাদের কথা খুঁজে নিন

   

বাপ মায়ের আকীকা দেয়া নাম সামুতে প্রকাশ করে না কেন এর কারন জাতি জানতে চায়....

প্রিয় ব্লগার গন কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এটাই কামনা করি সবসময়। আমার প্রশ্ন হল প্রত্যেক বাবা মা জন্মের পর সন্তানদের নাম নির্ধারন করে আকীকা করা হয়। কিন্তু সামুতে এলে প্রত্যেকেই নাম পরিবর্তন করে আইডি খুলে কিন্তু কেন এই নাম পরিবর্তন তার কারন ব্যাখ্যা সহকারে সবার কাছ থেকে জাতি জানতে চায়। যেহেতু নাম পরিবর্তন করে আইডি খোলা হল তাহলে সেই সব ভাইবোন গন কেন সেই নামের আকীকা দেয় নি সামুতে। যদি আমরা সবাই সামু কর্তৃপক্ষ এর কা্ছে আবেদন জানাই সবার আকীকাটা সামু কর্তৃপক্ষ যাতে একদিন ব্যাবস্থা করে তাহলে আমরা ব্লগার গন একত্রিত হতে পারব। নিম্নে আকীকা ছাড়া কিছু নামের লিস্ট দেয়া হলঃ খেয়া ঘাট অথৈ সাগর শ।মসীর জুন সত্য কথায় যত দোষ ! জুল ভার্ন দেশী পোলা উরনচণ্ডী অিপ্রয় সত্য এ এক অন্য আই ভিন্ন দৃষ্টি চাচামিঞা বিবর্ণ সোজা সাপটা বেগুনী ক্রেয়ন তরুন দারাশিকো অাল অামীন অক্রুর মাঝি নীলতারা এনটনি ডেভিড জতরকুল ইন্ঞ্জিনিয়ার ওয়াচডগ৫৭ ডিজিটাল কলম এম আই টু নষ্ট কবি অক্টোপাস মহাপাগল কানাবাছুর বাংলা আমার প্রাণ অচিনপাখি অাগন্তুক টক দঐ কুন্তল_এ কথা সত্য উপদেশ গুরু নিশাচর ছেলে কলাবাগান১ পাখা সপ্তডিঙা েরজা , অন্যায়ের প্রতিবাদী মানব নীরব দর্শক আমি দর্পন িপকলুচাচা nishithini পাসোয়ার্ড bangal manus হতাশা পি পি কর্ণেল সামুরাই দুরন্ত বালক ব্লগীয়ষণা তারছেরা০০৭ চেনা মুখ পুরকৌশল সাদা মাটা গরীব ছেলে আমি ছড়াকার কািন্ট টুটুল আশার রাজ্যে নিরাশার পিচ্চি কবি অনিরূদ্ধ গোধূলী বেলায়.. ঝটিকা সন্যাসি প্লাগ এন প্লে গুরাবা নিমবাস গাউস উদাস যুবক নিয়নের আলো রোদন ভরা বসন্ত অথৈ সাগর দুষ্টু মানুষ এবার তোরা মানুষ হ বাহাদুর বাপ্পী ইয়াংমেন বোকা মামু হেডস্যার জাহাজী পোলা ডিসকো বান্দর চেয়ারম্যানসাহেব ইত্যাদি ইত্যাদি..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।