আমাদের কথা খুঁজে নিন

   

নেতা-নেত্রী, লেখক-লেখিকা!!!!!

আমি যে অনেক পড়তে পছন্দ করি, এতে আমার কোন দোষ নাই! শুনেছি যে এখন নাকি নেত্রী বলা যাবে না, বলতে হবে নেতা। যার ফলে শেখ হাসিনা এখন সরকার দলীয় নেতা, এবং খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা। যদিও এ ব্যাপারে বিস্তারিত জানিনা। এখন প্রশ্ন হল, মেয়ে লেখককে কি বলা হবে? লেখিকা? নাকি লেখক? নাকি মেয়ে লেখক? যদি মেয়ে লেখককে লেখিকা বা মেয়ে লেখক লিখতে হয়, তাহলে সামু মামু কেন লেখিকাদের দাম দেয় না? এই যে আমার পোষ্টে যদি আপনারা কেউ কমেন্ট করেন (যদিও খুব একটা কমেন্ট পাই না) এবং তাতে যদি আমি কমেন্ট রিপ্লাই করি, তবে বলা হবে, "লেখক বলেছেন"। কেন? আমি কি লেখক নাকি? আমি লেখিকা! অবশ্য যদি সরকারী কোন নিয়ম থাকে তাহলে আমার লেখক হতে সমস্যা নাই। আর যদি না হয়, তাহলে এবং দিয়ে গেলাম। মডুরা পারলে দেখবেন, এবং এডিট করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।