আমাদের কথা খুঁজে নিন

   

নরক ।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । আমার মধ্যে লুকিয়ে আছে অন্য আমি একি ! মুখের দিকে তাকিয়ে তোমার হায় একি রূপ দেখি ! কবির মধ্যে লুকিয়ে আছে কামুক বুঝি কেউ বুকের মধ্যে যেমন থাকে না দেখা সব ঢেউ। নদির বুকে তুফান এলে ভাঙ্গে নদীর কুল আমার বুকে তুফান এলে তুমি বোঝ ভুল । হয় যদি ভুল তবে কেন এতো কাছে ডাকো আমি যখন হারাই দিশা চরিত্রহীন ভাবো । আমার চোখে আছে যেন অন্য কোন চোখ দেখি আমি হৃদয় জুড়ে অনন্ত নরক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।