আমাদের কথা খুঁজে নিন

   

এক টুকরা তাহরির স্কোয়ার হয়ে গেলো 'আমাদের' বুয়েট!

ফেসবুকে এই ছবিটা দেখে অনেক মজা পেয়েছি। আরব বসন্তের স্প্রিং এর সাথে ইঞ্জিনিয়ারিং স্প্রীং এর ভালোই মিল হয়েছে। আমাদের বিএনপি আর কিছু ইসলাম নামঅলা রাজনৈতিক দলকে শুনি প্রায়ই আওয়ামীলীগদেরকে হুমকী দেয়, হ্যান করেগা, ত্যান করেগা, মুক্তাঙ্গন তাহরির স্কোয়ার করেগা! লালদিঘী তিউনিশিয়া করেগা! হাহা! তাহরির স্কোয়ার যেন তোমাদের মত স্বার্থপর রাজনীতি ব্যবসায়ীদের কথামত হবে! তাহরির স্কোয়ারের নাম মুখে নেবার মত যোগ্যতাও যদি তোমাদের থাকতো! তাহরির স্কোয়ার তৈরী হয় ব্রাদারহুডের ঠান্ডা মাথার বুদ্ধিমান নেতা কর্মীদের নীরব পরিচালনায়। তাহরির স্কোয়ার তৈরী হয় জুলুম অন্যায়ের বিরুদ্ধে সাধারণের সর্বাত্মক ঐক্যের বিনিময়ে। যখন মনে হয়, আন্দোলনের দাবীটা একেবারে নিঁখাদ ন্যায়ানুগ, যখন অন্যায় জুলুমকারীরা একেবারে স্পষ্ট চিন্হিত, তখন যদি সাধারন মানুষদেরকে এমন ইস্পাতকঠিন দৃঢ়তার সাথে অটল অনঢ় অবস্থান নিয়ে চুপ করে বসিয়েও রাখা যায়, সেটা শেষপর্যন্ত বিজয়ী তাহরির স্কোয়ার হতে বাধ্য।

কোন ভাংচুর, জ্বালাও পোড়াও, খুনোখুনি, রক্তারক্তি ছাড়াই এই শতাব্দীতে প্রবল শক্তিমান ক্ষমতাধরকে পাকরাও করা সম্ভব, এই বাংলাদেশে বুয়েটিয়ানরাই প্রথমবারের মত সেটা দেখালো। ছোট একটা প্রেক্ষিতে হলেও! তাহরির স্কোয়ার কখনো রাজনৈতিক গলাবাজি আর দলবাজিতে হয় না। এটা স্বতস্ফুর্ত ভাবে হয় আর সেটা ধরে রাখার জন্য বুদ্ধিমান পরিচালক দরকার হয় যারা পরিস্থিতিকে নীরবে নিয়ন্ত্রণ করতে পারে। জানিনা, বুয়েটে কারা এটা করেছে, আমি আন্তরিক অভিনন্দন জানাই সকল বুয়েটিয়ানকে । যারা আন্দোলনের সফলতা পর্যন্ত প্রতিজ্ঞায় অটল থাকতে পেরেছে।

ওই দুই কালপ্রীট আর যেন কোনভাবে ফিরে না আসতে পারে সেজন্যও সজাগ থাকতে হবে। যেমন করে হুসনী মোবারকের পতনের পরেও মিশরীরা ঘুমিয়ে পড়েনাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।