আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা-ইংলিশ এবং ইংলিশ-বাংলা ডিকশনারী প্রয়োজন

আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ... আমরা প্রবাসী তাই ভাল ডিকশনারী দেশ থেকে বহন করে আনা একটা মুশকিলের কাজ। বিশেষতঃ বর্তমানে যেভাবে ডিজিটাল ডিকশনারীর ব্যবহার শুরু হয়েছে তাতে কাগজের ডিকশনারীর ব্যবহারটা অনেকাংশে কমেই গেছে। কেননা কাগজের ডিকশনারীতে খোজার যে ঝামেলা তা ডিজিটালে একেবারেই নেই, পাশাপাশি বহনের ঝামেলা মুক্ত ডিজিটাল ডিকশনারীগুলোর অনেকাংশ এক্কেবারেই ফ্রি। এমন কিছু বাংলা-ইংলিশ এবং ইংলিশ-বাংলা ডিকশনারীর সন্ধান যদিও কোন সহৃদবান ব্যক্তি আমাকে দিতে পারেন তবে তার নিকট আমি চীর কৃতজ্ঞ থাকব। শশি ডিকশনারীটি আমি আগেও ডাউনলোড করেছি বা ওটা ছবি আকারে বাংলা শব্দগুলো দেয়া আছে এ জন্য খুব একটা জমে না। ভাল কোন অপশন থাকলে জানাতে কৃপণতা করবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।