আমাদের কথা খুঁজে নিন

   

'কজ' এ আছেন কে কে ??

আমি আমার স্বপ্নের পথের পথিক COJ হচ্ছে Caribbean Online Judge, একটি অনলাইন প্রোগ্রামিং জাজ। অন্যান্য বাকি সব অনলাইন জাজ এর মতোই। এ্যাকাউন্ট খুলুন, প্রবলেম সলভ করুন, সাবমিট করুন, স্ট্যাটিস্টিক্স দেখুন ... এই তো। শুধু একটি বাড়িত সুবিধা, যেটা অনেক দিন ধরেই আমার আকাঙ্খিত ছিলো সেটা পেলাম বলেই খুশি। এখানে আমি 'পিএইচপি' কোডও সাবমিট করতে পারি।

হয়তোবা আরো অনেক গুলোতেই হয়। তবে খুঁজে পাইনি। প্রোগ্রামিং এর জন্য সবাই সি++, জাভা ইত্যাদি ইউজ করে। আমিও করি, সি++, যখন "টাইম লিমিট এক্সিটেড" এরর দেখায় যাই হোক, বেশি কিছু লেখার জন্য আসি নাই। প্রোগ্রামিং নিয়ে যারা আছেন তাদের সাথে সাইট টা শেয়ার করবার জন্য আসছি।

কিছু কিছু প্রবলেম তাদের কমন পড়বে যারা অন্যান্য অনলাইন জাজে প্র্যাকটিস করেন, এসিএম থেকে অনেক প্রবলেম আছে। সব লেভেলের প্রবলেম আছে, কিন্তু ক্যাটেগোরাইজড না। বাংলাদেশ থেকে ৩৪ জন আছে। আমার Ranking কিন্তু ৬ কারণ ম্যাক্সিমাম পাব্লিকই প্রবলেম সলভ করেন নাই, তাই ফাঁক পেয়ে আমি ৬ এ ... তাই অন্যরাও চলে আসুন। জমিয়ে কন্টেস্ট করা যাবে, যদিও স্টুডেন্ট লাইফের মতো এখন আর সময় নাই আমার, শুধু শুক্রবার আর শনিবার ফ্রি থাকে।

ওতেই করি। Ranking করা হয় স্কোর অনুযায়ী। শুধু একটা সাজেশন দেই, আপনি ৩ টি প্রবলেম সলভ করেই অনেক বেশি স্কোর করতে পারেন, যদি ৩ বারের চেষ্টাতেই ৩ টি প্রবলেম সলভ করতে পারেন। অর্থাত যতটা সম্ভব শিওর হয়ে নিয়ে সল্যুশন সাবমিট করবেন, ভুল সাবমিশন স্কোর কমিয়ে আনবে। ওকে, সাইটটির লিংক : Caribbean Online Judge  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।