আমাদের কথা খুঁজে নিন

   

বাঁচাতে তিতাস নেমেছি রাস্তায়... ব্যস্ততা ছেড়ে পাশে থেকো বন্ধু

বাঁচাতে তিতাস নেমেছি রাস্তায়... ব্যস্ততা ছেড়ে পাশে থেকো বন্ধু তিতাস এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবন আর জীবিক। কোন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থের কারণে এই তিতাস মৃত থাকতে পারে না। আমাদের নিশ্চুপতায় এভাবেই ধ্বংশ করা হয়েছে নদ নদী। তিতাসকে এভাবে মরতে দিতে পারি না। অনেক আলোচনা, অনেক সমালোচনা করা যাবে।

কিন্তু সময় চলে গেলে এই তিতাস বাঁচানো যাবে না। হয়নারা আমার তিতাসের উপর স্থায়ীভাবে তাদের আসর বসাতে চায়। তাই তিতাসকে বাঁচাতে আমরা রাস্তায় নেমিছি। তিতাসকে বাঁচানোর আন্দোলনের চলার পথ কঠিন। হয়তো প্রতিঘাত আসবে, হয়তো কøান্ত হয়ে পড়ব।

এ চলার পথে বন্ধুর বড় প্রয়োজন। ফেসবুক বা ব্লগে লাইক নয়.. একটু পাশে দাড়াও না বন্ধু। সকল ব্যস্ততাকে কিছুক্ষনের জন্য পাশে রেখে, একটু পাশে দাড়াও বন্ধু। আসুন এ তিতাসকে বাঁচিয়ে নির্দশন তৈরি করি নদী বাঁচানোর আন্দোলনের। ট্রানজিটের কারণে খুন হওয়া তিতাস নদীর প্রাণ ফিরিয়ে দিতে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী ৩ জানুয়ারি ২০১২, সকাল ১১ হতে ১২ টায় জাতীয় জাদুঘরের সামনে এ তিতাস আমাদের প্রাণ... এ নদী আমাদের অস্তিত্ব, আমাদের বাচাঁ-মরা।

তিতাসকে বাঁচাতে বন্ধুদের বড় প্রয়োজন। আসুন না বন্ধু.... নমুন একদিন রাস্তায়... আপনার এটুকু সময় হয়তো ফিরিয়ে দেবে তিতাসের প্রাণ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.