আমাদের কথা খুঁজে নিন

   

3D Action গেম

গেমটি এখন Android ডিভাইসের জন্য প্রস্তুত | গেম সাইজ : 20 মেগাবাইট Pirates of Bengal কিছুদিনের মধ্যে এটা iPhone, iPad, iPod er জন্য রিলিজ হবে | Pirates of Bengal is a 3D action game with excellent graphics for Android & iOS devices (iPhone,iPad,iPod). In this game you can command your ship to serve Moghal emperor by conquering the seas and bringing the aarakan pirates to their knees . Pirates of Bengal গেমটির পটভূমি | ১৬শ শতাব্দীর দিকে চট্টগ্রাম এবং তার আশেপাশের জল সীমার পুরোটাই ছিল আরাকান জলদস্যুদের ( মঘ) দখলে | ওরা বাঙালিদের ধরে ডাচ ইস্ট ইন্ডিয়ার দ্বারা পরিচালিত বাজারে দাস হিসেবে বিক্রি করে দিতো | নবাব আওরঙ্গজেব ১৬৬৪ সালে শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিয়োগ দেন এবং পরবর্তিতে শায়েস্তা খান ৭০,০০০ সৈন্য এর বিশাল বাহিনী নিয়ে চট্টগ্রামে আক্রমনের পরিকল্পনা করেন | প্রথমে সন্দ্বীপ দখল করা হয় এবং সন্দ্বীপ নৌবাহিনীর ঘাটি হিসেবে বিবেচনা করা হয় | Pirates of Bengal গেমটি এই ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এবং গেমে প্লেয়ারের ভুমিকা একজন ক্যাপ্টেনের যে জলদস্যুদের জাহাজে আক্রমন করবে এবং কামান দিয়ে তাদের জাহাজ ধবংস করবে. Pirates of Bengal Facebook Video link ইউটিউব লিঙ্ক Facebook Page পাইরেট ভিত্তিক গেমের কথা মনে হলেই আমাদের মনে প্রথমেই আসে pirates of caribbean এর কথা | কিন্তু আমাদের দেশটাও এক সময় জলদস্যুদের দ্বারা ভয়ঙ্কর রকম আক্রান্ত ছিলো | শায়েস্তাখানের সেই গৌরবময় ইতিহাসটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে | আমাদের মধ্যে যারা android device ব্যবহার করছি তাদের অনুরোধ করছি গেমটি খেলে দেখুন এবং অবশ্যই আপনাদের কমেন্ট এবং রেটিং গুগল প্লে তে জানাবেন | আপনাদের রিভিউ গেমটির উন্নয়নে সাহায্য করবে | বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো | বিশ্বে ক্যারিবিয়ান জলদস্যুদের নিয়ে কল্পকথার কোনো শেষ নেই। সেটা বিবেচনা করে গেমটির একটি ক্যারিবিয়ান ভার্সন করা হয়েছে । চাইলে সেটাও আমরা খেলতে পারি । ক্যারিবিয়ান ভার্সনটি পাব এই লিংক এ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।