আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা যারা বিলিওনিয়ার হইতে চান এইদিকে আইসা দেইখা যান হইতে পারবেন নাকি বিলিওনিয়ার??

আমাদের প্রায় সবার মনেই বিলিওনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তো ঘরে বইসা শুইয়া থাকলে তো আর বড়লোক হইতে পারবেন না। কাম কাজ করতে হইব। কিন্তু কাম কাজ শুরু করার আগে দেখতে হইব যে আপনার মাঝে সেই গুনাবলি আছে নাকি যা আপনাকে আর সবার ছে আলাদা করে তুলে? থাকলে ভালো না থাকলেও সমস্যা নাই। আমি আজ চেষ্টা করব সেই সব কিছু গুন যা সাধারন মানুষ থেকে বিলিওনিয়ারদের আলাদা করেছে।

মিলিয়ে নিন আপনার কি অবস্থা আর বুঝে নিন আর কত দূর যেতে হবে। ১. ছোট করে শুরু করুনঃ সবার প্রথমেই মনে রাখবেন যে কোন জিনিশ ছোট করে শুরু করা ভালো। তাতে আপনার ঝুঁকি কম থাকে। প্রথমেই বড় কাজ করা আর তা সামলানোর ক্ষমতা হয়তো অনেকেরই থাকে না। আর নিজের কাজ কে কখনো ছোট ভাববেন না।

মনে রাখবেন ধিরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন প্রথম জীবনে। ২. বড় চিন্তা করতে শিখুনঃ বিলিওনিয়াররা সবসময় বড় চিন্তা করতে পছন্দ করে। তাদের স্বপ্নকে তাদের জাত, গোত্র, তাদের অতীত দিয়ে বেঁধে রাখা যায় না। স্বপ্ন দেখতে শিখুন আর নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন। “I always knew I was going to be rich. I don’t think I ever doubted it for a minute.” – Warren Buffett ৩. ঝুঁকি নেয়ার প্রবনতাঃ জীবনে বড় কিছু করতে হলে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে কোন না কোন পর্যায়ে।

কিন্তু সবসময় মনে রাখবেন সেই ঝুঁকি যাতে ক্যালকুলেটেড হয়। ফাইনান্সে ১ তা কথাই আছে যে “ Higher the risk higher the return” “You must take risks, both with your own money or with borrowed money. Risk taking is essential to business growth.” – J. Paul Getty ৪. প্রতিযোগিতামূলক মনোভাবঃ যদি আপনি প্রতিযোগিতাকে ভয় পান তাহলে সেই ভয় অবশ্যই দূর করতে হবে। সবসময় নিজেকে প্রস্তত রাখবেন প্রতিযোগিতার জন্য। প্রতিযোগী কে তার চেয়ে বড় কথা তার দুর্বলতা কি? সেটা বের করে সেই অনুযায়ী কাজ করবেন। “You don’t have to be the biggest to beat the biggest.” – Henry Ross Perot ৫. কোন এক দিকে ফোকাস থাকুনঃ এক সাথে অনেক আইডিয়া নিয়ে কাজ করার চেয়ে ভালো কোন একটি আইডিয়া নিয়ে কাজ করা।

সব বিলিওনিয়ার কোন স্পেসিফিক আইডিয়া নিয়ে কাজ করে পরে হয়তো সেটাতে ভ্যারিয়েশন নিয়ে আসেন। যেমন বিল গেট্‌স সফটওয়্যার নিয়ে কাজ করে থাকেন এখন পর্যন্ত। “The wise man put all his eggs in one basket and watches the basket.” – Andrew Carnegie ৬. সমালোচনাকে অনুপ্রেরনা হিসাবে নিনঃ তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি কোন কাজের না এমন কথা কম বেশি আমরা সবাই শুনে থাকি। কিন্তু এইসব কথায় পিছিয়ে না পড়ে নতুন ভাবে কাজ শুরু করার অনুপ্রেরনা নিতে হবে। আপনি আপনার কাজের মাধ্যমে সমালোচকদের জবাব দিন।

“When you innovate, you’ve got to be prepared for people telling you that you are nuts.” – Larry Ellison ৭. নিজের উপর বিশ্বাস রাখুনঃ নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন আপনি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রন করেন ভাগ্য আপনাকে নয়। “Don’t limit yourself. Many people limit themselves to what they think they can do. You can go as far as your mind lets you. What you believe, remember you can achieve.” – Mary Kay Ash ৮. ভুল থেকে শিক্ষা নিনঃ “Sometimes when you innovate, you make mistakes. It’s best to admit them quickly and get on with improving your other innovations.” – Steve Jobs মানুষ মাত্রই ভুল। সেটা আপনার জন্যও সত্যি। কিন্তু অন্যদের মত ভুল হলে আপনি তা ধরে বসে না থেকে ভুল স্বীকার করতে শিখুন আর তা থেকে শিক্ষা নিন।

বিফল হলেও হাল ছারবেন না। “Failure is just a resting place. It is an opportunity to begin again more intelligently.” – Henry Ford ৯. সুযোগ সন্ধানী হতে চেষ্টা করুনঃ এই কথা তা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটা খুব গুরুত্তপূর্ণ। মানুষের সমস্যা খুঁজে বের করুন আর তা সমাধানের চেষ্টা করুন। সবাই যেখানে বিপদ দেখে বিলিওনিয়াররা শেখানেই সুযোগ খুঁজে বের করে। তারা আগের আমলের আলকেমিদের মত যারা তামা থেকে সোনা বানানোর চেষ্টা করে থাকে।

“A good businessman must have nose for business the same way a journalist has nose for news. Once your eyes, ears, nose, heart and brain are trained on business, you sniff business opportunities everywhere.” – Orji Uzor Kalu ১০. ধার/ লোন ব্যবহার করা শিখুনঃ এটা অনেকটা দু ধারি তালওারের মত। সব বিলিওনিয়াররা ধার সঠিক ভাবে ব্যবহার করতে জানে আর ধার করা খারাপ কিছু না যদি আপনি তা ঠিক মত ব্যবহার করতে জানেন। “If you owe the bank $100, that’s your problem. If you owe the bank $100 million, that’s the bank’s problem.” – J. Paul Getty আর ভাই সবচেয়ে বড় কথা জীবনে ভালো মানুষ হতে চেষ্টা করুন তাহলে সব কিছু করাই সহজ হয়ে যাবে। আমার কাছে মনে হয় নিজে ঘরে বসে সারাদিন নামাজ পড়ার চেয়ে ভালো পথে টাকা কামাই করে মসজিদ বানিয়ে অনেক মানুষের নামাযের সুযোগ করে দেয়া ভালো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.