আমাদের কথা খুঁজে নিন

   

সৎ পাত্র..........(ছোটবেলার মজার কবিতা)

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... সৎ পাত্র। সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে - তোমার নাকি মেয়ের বিয়ে ? গঙ্গারামকে পাত্র পেলে ? জানতে চাও সে কেমন ছেলে ? মন্দ নয় সে , পাত্র ভালো - রং যদিও বেজায় কালো, তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন | বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই ধন্যি ছেলের অধ্যাবসায় | উনিশটিবার মাট্রিক-এ সে ঘায়েল হয়ে থামল শেষে | বিষয় আশয় ? গরিব বেজায় - কষ্টে-সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাই গুলো তার একটা পাগল একটা গোঁয়ার , আরেকটি সে তৈরী ছেলে জাল করে নোট গেছেন জেলে | কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রাদলে পাঁচ টাকা পায় | গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজের বংশধর শ্যাম লাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাহোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।