আমাদের কথা খুঁজে নিন

   

বের করুন ব্লগে পাওয়া আপনার ৫০ তম কমেন্ট,১০০ তম কমেন্ট, ১০০০ তম কমেন্ট (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

কত তারা আকাশে... সবাই হয়তো জানেন নিজের ৫০ তম বা ১০০ তম পোস্টের কথা। কিন্তু আপনার পাওয়া ৫০ তম কমেন্ট বা ১০০ তম কমেন্ট কোনটা এটা কি আপনি জানেন বা যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনার জন্য এই পোস্ট। ফর্মুলা : নিচের ছবিতে যেই লিংক দেয়া আছে তা এড্রেসবারে টাইপ করুন। (আমার জন্য: লগইন নেম =hurira কমেন্ট=৩৬৫৩ ) এবার এন্টার চাপুন। ।

নিচের মতো পেজ আসবে... এবার ১০০ তম কমেন্ট বের করার পালা। উপরের আসা পেজ টির নিচের দিকে খেয়াল করুন পরের পাতার পর যে দুইটা তীর চিহ্ন আছে সেখান থেকে ডান বাটন ক্লিক করে লিংকটা কপি করু। তারপর আবার নতুন ট্যাবে খুলে লিংকটা এড্রেসবারে পেস্ট করুন। ?height=430&width=600অংশটুকু মুছে এন্টার চাপুন। আপনাকে নিয়ে যাবে আপনার প্রথম কমেন্টে।

নিচের ছবি দেখুন উপরে দেখা যায় আমার প্রথম কমেন্ট এর সিরিয়াল নম্বর ৩৬৫২ তাহলে ১০০ তম কমেন্ট আছে ৩৫৫২ সিরিয়ালে। এভাবে ৩৫৫২ সিরিয়ালে গেলেই আমি আমার ১০০ তম কমেন্ট পেয়ে যাবো। আমার এ ধরণের আরেকটা আজাইড়া পোস্ট জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট}  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।