আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন মাউসের জনক

তোমারে বন্দনা করি স্বপ্ন-সহচরী লো আমার অনাগত প্রিয়া, আমার পাওয়ার বুকে না-পাওয়ারতৃষ্ণা-জাগানিয়া! তোমারে বন্দনা করি…. হে আমার মানস-রঙ্গিণী, অনন্ত-যৌবনা বালা, চিরন্তনবাসনা-সঙ্গিনী! ডগলাস অ্যাঙ্গেলবার্ট (৩০ জানুয়ারি ১৯২৫- ৪ জুলাই ২০১৩) কম্পিউটার মাউসের উদ্ভাবক ডগলাস অ্যাঙ্গেলবার্ট মারা গেছেন। ৪ জুলাই বার্ধক্যজনিত কারণে ৮৮ বছর বয়সে মারা যান প্রযুক্তি-দুনিয়ার জনপ্রিয় যন্ত্রাংশের এই উদ্ভাবক। ডগলাসের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৯২৫ সালের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন ডগলাস। ওরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ে তড়িত্ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন তিনি।

স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে কম্পিউটারের জন্য বিশ্বের প্রথম মাউস তৈরি করেন তিনি। তখন মাউসটি তৈরি করা হয়েছিল একটি বক্সের মধ্যে। এর সঙ্গে যুক্ত ছিল বিশেষ চাকা, যার মাধ্যমে মাউসটি ব্যবহূত হতো। আকারেও সেই মাউসটি ছিল বর্তমান মাউসগুলোর তুলনায় বড়। মাউস ছাড়াও ক্যালিফোর্নিয়া রিসার্চ ইনস্টিটিউটে ডগলাস ওয়ার্ড প্রসেসিং, ভিডিও টেলিসম্মেলন নিয়েও কাজ করেছিলেন।

এমআইটির ন্যাশনাল মেডেল অব টেকনোলজিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন ডগলাস। ২০০৫ সাল পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিস্ট্রি জাদুঘরের ফেলো ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একজন রাডার কারিগর হিসেবেও কাজ করেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।