আমাদের কথা খুঁজে নিন

   

নদী ও ঈর্ষার কবিতা । মোশতাক আহমদ

আমি যেন এক মেঘ হরকরা নদী ও ঈর্ষার কবিতা । মোশতাক আহমদ আজকাল নদীর কাছে গিয়েও শান্তি পাই না ঈর্ষার সবুজ চোখ পাহারা দেয় ফুরফুরে সময় ' সে নদীর দুটি মুখ' ঃ একটি মুখ সবুজ পাহাড় থেকে নেমে তার জল-আয়নায় ধরেছে নার্সিসাস কবিকে হয়তো ভালোও বেসেছে, জানি না এখনো; আরব্যরজনীর অনলাইন কথকতায় হয়কি আর তেমন জানা-শোনা! আরেকটা মুখ সমুদ্রমুখি- সেতো এক বিপুল সম্ভাবনার ঈর্ষা! নদী, প্লিজ বলবেন না কথা অই সমুদ্র-পুরুষদের সাথে। নদীর কাছ থেকে ফিরি আরেকবার ফিরবো বলে ঈর্ষার কূলে! ৯।১২।২০১১


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।