আমাদের কথা খুঁজে নিন

   

ভাল লাগা কিছু গান

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ কিছু গান শেয়ার করছি- আশা করি ভাল লাগবে। ১। যেখানেই যাও ভালো থেকো যেখানেই যাও ভালো থেকো সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো। আমি আছি যতদিন বেঁচে আছি রবো কাছাকাছি শুধু এতটুকু মনে রেখ । যেখানেই যাও ভালো থেকো সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো।

ভালোবাসি কি যে ভালোবাসি কত ভালোবাসি শুধু সেইটুকু জেন রেখো যেখানেই যাও ভালো থেকো সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো। —————— শিল্পীঃ আব্দুল মান্নান রানা ইউটিউব লিঙ্ক ২। তুমি যে ক্ষতি করলা আমার তুমি যে ক্ষতি করলা আমার তুমি যে ক্ষতি করলা আমার আল্লায় করবে তোমার বিচার। তুমি অনেক দিন কাঁন্দাইলারে বন্ধু কাঁন্দাই ওনা বেশী আর আল্লায় করবে তোমার বিচার। আমি হইলাম তোমার রে বন্ধু তুমি হইলা কার তোমার জন্য এত করলাম কি দাম দিলা তুমি তার।

আমার আল্লায় করবে তোমার বিচার। শিল্পী: নামটা আমার জানা নাই (কারও জানা থাকলে জানাবনে) ইউটিউব লিঙ্ক ৩। শেষ বিকেলের আলোয় শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায় চলতে চলতে এই পথে হঠাত্‌ প্রশ্ন জাগে আর কতকাল খুঁজবো তোমায় আর কতকাল খুঁজবো তোমায় মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি আকাশে তারার মেলা রাতের হিম ঝরে গাছের পাতায় এমন সময় হঠাত্‌ প্রশ্ন জাগে আর কতকাল খুঁজবো তোমায় আর কতকাল খুঁজবো তোমায় মাঝরাতে ঘুম ভাঙে চেয়ে দেখি আকাশে জোসনার ধারা উদাসী পাখি কাঁদে চেয়ে শূন্যতায় এমন সময় হঠাত্‌ প্রশ্ন জাগে আর কতকাল খুঁজবো তোমায় আর কতকাল খুঁজবো তোমায় ব্যান্ডঃ মাইলস। ইউটিউব লিঙ্ক ৪। যদি হিমালয় হয়ে দুঃখ আসে যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়ে, সে কিছু নয় শত আঘাতেও, নিঃস্ব যে আজ তার আবার , হারানোর ভয় কি ভুলে আমি এত, সয়েছি যে ব্যাথা কি করে ভুলেছি, অতীতের কথা জানতেও পারবেনা, কেউ তা জানতেও পারবেনা, কেউ তা ।

প্রশ্ন করোনা, কেন হৃদয় দুঃখেরও হিমালয় প্রশ্ন করোনা, ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয় বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা কি ভুলে আমি এত, ……………… কেউ তা । দল বেধে সব, দুঃখ আসে মৌন প্রেমের সর্বনাশে ভোরের শিশির, শুকোবে জেনেই তপ্ত রোদ হাসে বেহাগের সুরে, সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা। কি ভুলে আমি এত, ………… কেউ তা । যদি হিমালয় হয়ে, …………. হারানোর ভয় । কি ভুলে আমি এত, ………….. কেউ তা ।

শিল্পী : খালিদ ইউটিউব লিঙ্ক ৫। আমার একটা নির্ঘুম রাত (কষ্ট কাকে বলে) আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলেই বুঝতেই তুমি কষ্ট কাকে বলে, কষ্ট কাকে বলে। আমার নষ্ট হওয়ার একটা পলক নিজের চোখে তুলে নিলেই বুঝতেই তুমি কষ্ট কাকে বলে। আমার দীর্ঘঃশ্বাসের একটা স্রোতে তোমার সুখের তরী ভাসালেই বুঝতেই তুমি কষ্ট কাকে বলে। —————- শিল্পী : আইয়ুব বাচ্চু ইউটিউব লিঙ্ক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।