আমাদের কথা খুঁজে নিন

   

ভাই বোনের কৃতিত্ব

এবারের জেডিসি পরীক্ষায় রায়হানা রহমত আসমা শহরতলীর কামাল বাজার আলিম মাদরাসা থেকে সবকটি বিষয়ে গোল্ডেন A+ পেয়েছে। সে শহরতলীর কামাল বাজারের রাউতর গাঁও নিবাসি রহমত আলী ও সাজেদা আলীর বড় মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় রায়হানা ভবিষ্যতে ডাক্তার হয়ে আর্থ মানবতার সেবা করতে চায়। রায়হানার সহোদর শাহরিয়ার আহমদ সাকিরও এবার কামাল বাজার আলিম মাদরাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় A গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে উক্ত মাদরাসা থেকে সর্বোচ্চ গ্রেড পেয়েছে। হযরত মুহাম্মদ (সাঃ) কে জীবনাদর্শ মানা রায়হানা ও সাকির ভালো ফলাফলের জন্য তাদের মা-বাবা, শিক্ষকমন্ডলী ও মামাদের নিকট বিশেষ কৃতজ্ঞ। উল্লেখ্য, রায়হানা ২০০৮ সালে কামাল বাজার আলিম মা্দরাসা থেকে ইবতেদা্য়ী বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করে। রায়হানা ও সাকির সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।