আমাদের কথা খুঁজে নিন

   

এমন স্টাইলে পিচ্চিদের ব্যাডমিন্টন খেলা কেউ দেখেছেন কি??!! (আপডেট) (ইউটিউবে আমার প্রথম ব্যক্তিগত ভিডিও আপলোড)

মাল্টি নিকধারী জারজ ও ইসলামবিরোধী রামছাগল গুলোর প্রবেশ নিষেধ...। দুপুরে ব্যালকোনীতে বসে ছিলাম। হঠাৎ করেই দেখি নীচে পাড়ার কয়েকটা পিচ্চি বেশ অদ্ভুত স্টাইলে ব্যাডমিন্টন খেলছে!! একটু লক্ষ্য করেই দেখি পাড়ার আমারই পরিচিত কয়েকটা পিচ্চি ব্যাডমিন্টন খোলোয়াড় এই কাজটা করছে!! দেখে বেশ মজাই লাগল!! সাথে সাথে রুম থেকে ক্যামেরা টা নিয়ে আসলাম এবং ওদের অজান্তেই ভিডিওটা করলাম জাস্ট মজা করার জন্য!! প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা পিসির হার্ডডিস্কেই বন্দি করে রাখব। কিন্তু কিছুক্ষন আগে মনে হল ব্লগে শেয়ার করলে মন্দ হয়না!! তাই ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিলাম। এবং আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

বিশ্বাস করুন আর না করুন, ভিডিওটাতে নীচের দিকে যে পিচ্চিটাকে দেখবেন সে আমাদের পাড়ার ভালো একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। বিশ্বাস করতে হয়তোবা কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা!! পিচ্চিটা এবার ৪র্থ শ্রেণীতে উঠবে!! আমি চেষ্টা করেছি ভিডিওটার সাইজ কমিয়ে আপলোড করার জন্য। যাতে করে লিমিটেড ব্যান্ডউইথ ইউজারদের ভিডিওটা ডাউনলোড করে দেখতে তেমন কোনও সমস্যা না হয়!! আর ভিডিওটা দেখে যদি মজা লাগে তো মন্তব্য করতে কার্পণ্য করবেন না!! কারন মন্তব্য গুলো আগামীকাল সকালে পিচ্চিটাকে ডেকে এনে পড়তে দিব!! যাতে পিচ্চিটা উৎসাহ পায়। ধন্যবাদ সবাইকে!! *************************************************** আপডেট (৩০/১২/২০১১) : পিচ্চি দুটোকে আজকে আবার খেলতে দেখলাম। তাই ভাবলাম ওদের একটা ফটো তুলে আপনাদের সাথে শেয়ার করি!! বাম পাশের পিচ্চিটা এবার ২য় শ্রেণীতে উঠবে।

সেই উপরে উঠে খেলছিল এবং ঐ দুই জনের মধ্যে এটাই সবচেয়ে বেশী দুষ্ট আর ডানপিটে!! আর ডানপাশের টা ছিল ভিডিওতে দেখানো নীচের খেলোয়াড়টা!! আমার দেখা মতে ডান পাশের পিচ্চিটা দারুন খেলে!! ভিডিওতে নীচের যে পিচ্চিটা শাটল কর্ক দিয়ে সাহায্য করছিল তার ফটোটা খুজতে গিয়ে পিসিতে মাস খানেক আগের তোলা একটা গ্রুপ ফটো পেয়ে গেলাম!! তাই সেটাই সংযুক্ত করে দিলাম। এই ছবিতে একবারে বাম পাশেরটা সেই পিচ্চি!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।