আমাদের কথা খুঁজে নিন

   

কাল কাহাকে বলে ?

.............................................. কাল কাহাকে বলে ? উহা কত প্রকার ও কি কি ?সংঞ্জা দাও । কাল :একটি সাময়িক অত্যাচার যাহা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের মত আসা ও যাওয়ার উপর থাকে । প্রকারভেদ ও সংঞ্জা : শিশুকাল :ইহাই সর্বাপেক্ষা উত্তভ কাল ,যখন হাজারো তরুধ তরুনী এবং কিশোর ও কিশোরী ও যৌবন উদ্দীপক ছেলে বা মেয়ের কোলে থাকা , একসাথে রাত কাটানো হাজারো চুমু পাওয়া ও দেওয়া হলেও আপনাকে কেউ লুচ্চা বা বেহায়া বা পরিমল বা কানিজ আলমাসের সাথে তুলনা করবেনা । কৈশোর কাল : এ কালে আপনি শিশুকালের মত সব চাইবেন কিন্তু বলতে পারবেন না । যৌবনকাল : এ কালে আপনি কৈশোর কালের মত চাইবেন এবং শিশুকালের মত পাবেন ।

কিন্তু লুচ্চা উপাধি পাবেন । ব্যাচেলরকাল :এ কালে আপনি যৌবনকালের মত অতিবাহিত করবেন কিন্তু বাড়িভাড়া পাবেন না । বৈবাহিক কাল : একাল আপনার খাঁটি দুধে এক ফোঁটা লেবু পড়ার মত । কুমারকাল : এ কাল আপনার দুধ চায়ের মত অথচ চিনি ছাড়া । রাজনৈতিক কাল :এটি আবার দুভাগে বিভক্ত , ১.সরকার :এ কালে অনেকটা আবুল হবেন ।

২.বিরোধি : এ কালে সবাইকে কবুল করবেন । বাপ কাল : এ কালে আপনার প্রয়োজনীয়তা বাড়বে । বুড়া কাল : এ কালে আপনার প্রয়োজনীয়তা কমবে , আর আগের কালগুলোর কথা মনে করে সব পেতে ইচ্ছে করবেন কিন্তু শক্তির অভাবে পারবেন না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।