আমাদের কথা খুঁজে নিন

   

ভালা লাগা এবং ভালো না লাগার গল্প

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! ভালোলাগা এবং ভালো নালাগার গল্প। লিখেছেন - নূরুল ইমরান এক দেশে ছিলো এক ভালোলাগা, আর এক ভালো নালাগা। ভালোলাগার সবকিছুই ভালোলাগতো, আর ভালো নালাগার কিছুই ভালো লাগতো না। তারা দুজন দুজনার পুরো বিপরীত হলেও তারা কিন্তু একে ওপরকে ভীষন পছন্দ করতো। যেমনি করে, কলি থেকে ফুল আর ফুল থেকে মালা তেমনি করেই, মালা থেকে প্রেম আর প্রেম থেকে জ্বালা।

আর সেই জ্বালায় ভালোলাগা আর ভালো নালাগা শুধু জ্বলতো আর জ্বলতো। দুজনের ভালো লাগা আর ভালো না লাগা টাকে এক করে দুজনার ভালো লাগা আর ভালো না লাগায় পরিনত করার জন্য ভালোলাগা আর ভালো নালাগা সারাদিন শুধু হাহাহিহি করতো। কিন্তু তাতে কেবল হাহাহিহিই হতো, আর কোনো লাভ হতো না। ভালোলাগার ভালো লাগাটাকে, ভালো নালাগার ভালো না লাগার কারনে ভালোলাগা ভীষন কষ্ট পেতো, আর গোপনে খুব করে কাঁদতো। আর ওদিকে ভালোলাগার ভালো লাগাটাকে ভালো না লাগায় ভালো নালাগা সারাদিন শুধু ছটফট করতো।

ভালোলাগার কান্না আর ভালো নালাগার ছটফটানির মাঝে মাঝে বিজ্ঞাপন বিরতির মতো অল্প অল্প হাহাহিহি চলতো। প্রতিদিন রাতে ভালোলাগা মন খারাপ করে ঘুমাতে যেতো আর ভালো নালাগা ছটফটানির জন্য ঘুমাতে পারতো না। আর তাই ভালো না লাগা, ভালোলাগা সকাল বেলা অফিসে যাবার আগে দিয়ে ওর ঘুম ভাঙিয়ে ভালোলাগার মনটাকে ভালো করে দিতো, আর ভালোলাগার মন ভালো হয়ে গেলে ভালো নালাগার ছটফটানিও থেমে যেতো। তারপর সারাদিন ভালো নালাগা নাক ডেকে ঘুমাতো। (যেহেতু, ক্রিসমাসের ভ্যাকেশান চলছিলো) সারাদিন অফিস করে ভালোলাগা যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরতো, তখন সবার আগে ল্যাপটপটা অন করে, স্কাইপএ লগ ইন করতো।

আর ভালো নালাগা ঘুম থেকে উঠেই, দাঁত না ব্রাশ করেই কফি খেতে খেতে ভালোলাগার সাথে হাহাহিহি করতো। শুরু হতো আরেকটি নতুন দিন, আরেকটি নতুন ভালোলাগা এবং ভালো নালাগার গল্প। * ভালো না লাগা * আইয়্যা নাপা, ২০১১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।