আমাদের কথা খুঁজে নিন

   

আর পারলাম না.................

আর পারলাম না তোমারে মনের ভিতর চাপা দিয়ে রাখতে। মনে হয় মিশে যাই তোমার আরো কাছে। যদি পারতাম হয়ত বা তাই করতাম, পারলাম না। তুমি হয়ত বা সেই অজস্র মাইল দুরে থেকে ও আমায় দেখছ। কিন্তু আমি তো পারছি না।

হয়ত বা এই কথা গুলা লিখা হত না, যদি আপুর এই পোষ্ট টা না পরতাম । আমি পারি নাই তোমার একটা কথাও রাখতে..পারি নাই আমি ডাক্তার/প্রকৌশলী হতে পারলাম না । পারলাম না তোমার কথা মত ভাল কোন মানুষ হতে, পারলাম না সোজা সাপ্টা সরল হতে। আর হয়ত বা কোন আশাই থাকবে না যদি না আশার কোন প্রদীপ আমার সামনে কেউ ধরে তোমার মত। জানি তুমি আছ আমার চোখের কান্নার প্রতিটি ফোটায়, আছ তুমি হৃদয়ের প্রতিটি স্পন্দনে, আছ তুমি ক্ষণিকের ভুলো মনে, আছ তুমি না জানা অনেক কথায়, আছ তুমি দুরের ঐ জানালায় যে খান থেকে তুমি দেখতে চাইছ আমার বিজয়ের নিশান।

পারি নাই পারব কি না তাও জানি না। হয়ত বা বিজয় আজ এই টুকু তেই থেমে যাবে যে খানে তুমি আমায় এসে বিদায় জানিয়েছিলে। অথবা সামনের কোন পথে বিজয় অপেক্ষারত। আজ আমি জানি তোমায় হারানোর ব্যাথা । আজ আমি ও হয়ত বা বলতে পারতাম আমি ও তো চাইছিলাম একটু ভাল জায়গায় পড়তে।

আজ সবাই আমার বন্ধুরা যেখানে বলছে 'আমরা আজ চির সুখী চিরঞ্জীব, আমরা আজ সজীব। " আমি কেন আজ তোমার দুঃখে কাতর। বোজার মত মানুষ আজ কেন এত কম আমার আশে পাশে। কেন তুমি ছিলে হাতিয়ার হয়ে। কেন তুমি আজ আমার স্বপ্নে ডাকা সমুদ্রের গর্জন হ্চছ না।

কেন আজ আমি রাতে বসে বসে একা একা কাদি। কেন আজ আমায় কার ও বাবার কথা শুনে অজর ধারায় কাদতে হয়। কেন আজ আমি এত একা। বাবা কেন আজ আমি সব থাকা সত্ত্বেও এত একা। কেন আজ তুমি কোন সমস্যায় এগিয়ে আসছ না।

কেন আজ আমি তোমার কথা বারবার বলতে বাধ্য হচ্ছি। বাবা জানিনা সামনে কি অপেক্ষা রত। জানিনা আমি কি ২য় বার বাসা থেকে পাব সেই আশা ভরসা যা তুমি দিয়েছিলে জন্মের পর থেকে তোমার আমৃতু্ পর্যন্ত। আবেগ তুমি অনেক খারাপ একটা জিনিস। আমি তো আগে তোমার কাছে হার মানিনাই তবে কেন আজকে হার মানলাম।

আবেগের দ্বারা নির্যাতিত হওয়ার কারনেই এই পোষ্ট। উৎসর্গঃ আব্বা তোমায়, এবং সর্বোপরি যার পোষ্ট আমারে বাধ্য করছে *shukna_morich আপুর* বাবা.............র জন্য আর পৃথিবীর সকল বাবার জণ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।