আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তার পানি ভারতই খাক ঃ তিস্তায় পানি বৃদ্ধিতে সতর্কতা জারি

পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের জেরে এবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির তিস্তা নদীর অসংরক্ষিত অংশে লাল সতর্কতা জারি করল উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ। দোমহলি থেকে ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ পর্যন্ত এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। ময়নাগুড়ি ব্লকের দোমহলি এলাকার বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫৪.৩ মিলিমিটার। এর মধ্যে শুধুমাত্র দোমহলিতেই বৃষ্টি হয়েছে ৪০.৪ মিলিমিটার। তবে জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমারগ্রামে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ১৫২ মিলিমিটার। এদিকে মাত্রাতিরিক্ত বৃষ্টির জেরে তিস্তায় পানি বাড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। কারণ গত বছর তিস্তার বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে ভেসে গিয়েছিল ময়নাগুড়ি ব্লকের দোমহলি এবং পদমতি এলাকা। তাই এবছর তিস্তাতে লাল সতর্কতা জারি হওয়ার পর সতর্ক রয়েছে ময়নাগুড়ি ব্লক প্রশাসনও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.