আমাদের কথা খুঁজে নিন

   

বিলিভ ইট অর নট....বাংলাদেশে ড্যান মজিনার ৫ প্রেমিকা!

ধর্ম যার যার , বাংলাদেশ সবার খুলনানিউজ.ডটকম:: বাংলাদেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বিভিন্ন কারণেই ব্যাপক আলোচিত। ইতিপূর্বে কোনো মার্কিন কূটনৈতিক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এতো কৌতুহুল লক্ষ্য করা যায়নি। ড্যান মজিনা এদেশের সবকিছু উপভোগ করছেন নিজের মতো করে। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়াচ্ছেন চারণ সাংবাদিকের মতো কিংবা মরমী কবির মতো। কোন পরিচিত এদেশীয় মানুষ কিংবা সংগঠন তাকে যে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ করলে নির্ধিদায় উপস্থিত হন।

কখনো একাকী আবার কখনো স্বপরিবারে। বাংলাদেশের এক পরিচিত ব্যাবসায়ীর বাসায় বেড়াতে এসেছেন ড্যান মজিনা। উপস্থিত রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যাবসায়ীদের সঙ্গে তুমুল আড্ডা চলছিলো। প্রাণখুলে হাসছিলেন তিনি। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে কয়েকজন সুন্দরী ভদ্র মহিলাও ছিলেন।

কথা প্রসঙ্গে তিনি জানালেন, বাংলাদেশে আমার ৫ জন প্রেমিকা রয়েছে। সবারতো চক্ষু চরকগাছ! বলৈ কি! পাঁচজন প্রেমিকা? তাও আবার বাংলাদেশী ! তিনি উপস্থিত অভ্যাগতদের বিস্ময়ভরা চোখ লক্ষ করে পুনরায় দৃঢ়তার সঙ্গে বললেন হ্যা অবশ্যই পাঁচজন প্রেমিকা। তাদের সবাই এদেশের খুবই নামকরা এবং আপনারা সকলেই নাম বলার সঙ্গে সঙ্গে চিনবেন। জানতে চান তাদের নাম? উপস্থিত মেহমানগণ আরো বিস্ময়াভূত হয়ে পড়লো। বললো হ্যা হ্যা বলুন! অবশ্যই জানতে চাই।

মজিনা বললেন, আমার এক নম্বর প্রেমিকার নাম রিকশা। এর পরের জন হলো ইলিশ মাছ। তারপর লাউ, কাঁঠাল এবং দেশী মোরগ। ড্যান মজিনার কথা শুনে সবাই খুব মজা পেলো। কথা প্রসঙ্গে তিনি জানালেন যে, পৃথিবীর যেখানেই থাকেন না কেনো বাংলাদেশের এই পাঁচটি জিনিসের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না।

হৃদয়ের গভীরে ভালবাসার অর্ঘ হয়ে এই জিনিসগুলো আমাকে স্মরণ করিয়ে দেবে আমি এক সময় বাংলাদেশে ছিলাম। বলার সাথে সাথে তাঁর চোখ অনেকটা অশ্রুসজল হয়ে পড়লো  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.