আমাদের কথা খুঁজে নিন

   

"ইন পলিটিক্স, স্টুপিডিটি ইজ নট আ হ্যান্ডিক্যাপ"...

গাজীপুরের পরাজয়কে যারা আওয়ামীলীগের পরাজয় ভাবছেন তাদের বলছি; মেয়র নির্বাচনে আওয়ামীলীগ হোয়াইট ওয়াশের ধারাবাহিকতায় থাকলেও জাতীয় নির্বাচনে এটা প্রভাব ফেলবে না; কারণ ... ১। এটা স্থানীয় নির্বাচন, দলীয় নির্বাচন নয়। (ভোটাররা এই দুই নির্বাচনে ভোট দেয়ার সময় ভিন্ন ভিন্ন জগতে বাস করে!) ২। মন্ত্রী, এমপি, প্রশাসন (এমনকি হেফাজত) কে জড়িত করা হলেও ভোটাররা এখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, দলকে নয়। (বিএনপি'র সব প্রার্থী হঠাৎ করে তাদের পছন্দের হয়ে গেল কেন সেইটাও বিরাট গবেষণার বস্তু!) ৩।

লক্ষ লক্ষ ভোটার সিটি মেয়র হিসাবে বিএনপি প্রার্থী চায়, আর জাতীয় নির্বাচনে সংসদে তাদের পছন্দ আওয়ামী এমপি, মন্ত্রী! (ভোট দিয়ে ভাঁড় নির্বাচনের সুযোগ শুধুমাত্র এই দেশেই আছে কিনা!) বাই দ্য ওয়ে... বলেন তো, এই মুহুর্তে যদি গাজীপুরের নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচন করার সুযোগ দেয়া হয়, আওয়ামীলীগ কাকে প্রার্থী বানাবে? ১। আজমত উল্লা ২। জাহাঙ্গীর আলম ওয়েট...(২) নাম্বারের ঘরে টিক চিহ্ন দেয়ার আগে শোনেন, আপনার ছোট বুদ্ধিতে দল চলে না, দল চলে আরো বড় মাথায়। সামান্য ধৈর্য্য ধরেন, কিছুদিন পরেই নির্বাচন হবে। জাহাঙ্গীর আলমদের চোখের পানিতে ভাসিয়ে আজমত উল্লারাই দলীয় মনোনয়ন পাবে ইনশাল্লাহ্‌ !!! "ইন পলিটিক্স, স্টুপিডিটি ইজ নট আ হ্যান্ডিক্যাপ"...নেপোলিয়ন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।