আমাদের কথা খুঁজে নিন

   

'শামু'র বেয়াদব দারোয়ানরে (মোডু) থাপ্রাইতে মন চায় !!!!!!!!!!!!!!

গতকাল রাত ৮.৩০ মিনিট থেকে সামুর বল্গে সরাসরি একটা নতুন লিখা লিখছিলাম । যে লিখাটি ছিল একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখা। রাত ৯.২০ মিনিটে দেখি হঠাৎ করে শামু'র পেইজ কাজ করছে না। ঘটনা কি? দেখি '502 Gateway Error ' দেখাচ্ছে বারবার। মানে শামুর' দারোয়ান গেইট বন্ধ করে দিয়েছে কোন কাজ করার জন্য।

আমার তো কপালে হাত!!! এতক্ষণ যে লিখাটা লিখলাম তা পুরোটাই ব্যর্থ!! আমার লিখা গায়েব। আমার আবার একটা বদঅভ্যাস হলো আমি কোন কিছু লিখতে বসলে তা এক বসাতেই একবারেই লিখে ফেলি ,যদি তা নাহয় তাহলে সেইটা আর লিখতে পারিনা। কালকের লিখাটাও তাই ছিল, আমি একটানা লিখে যাচ্ছিলাম নতুন পোস্ট দিবো বলে কিন্তু শামু'র বেয়াদব দারোয়ান (মোডু) না জানিয়ে হুট করে বন্ধ করে দিয়ে আমার মতো অনেকে ব্লগার কে বিপদে ফেলেছেন। আমরা যারা শামুতে আসি তাঁরা অনেকেই আমার মতো নিরীহ শরৎচন্দ্রের 'মহেশ' টাইপের মানুষ! যারা কোন ঝামেলায় নাই, কারো সাথে বিবাদেও নাই। শুধু মনের সখে লিখে যাই।

কিন্তু শামুর বেয়াদব দারোয়ান যা ব্যবহার শুরু করেছে তা আর মেনে নিতে পারিনা। নিরীহ মানুষ বলে কি রাগ নাই???? নিরীহ মানুষ রা যখন ক্ষেপে তখন কিন্তু বারুদ হয়ে উঠে। তাই শামুর দারোয়ান কে বলছি যদি আর কখনও কোন কাজের জন্য শামু সাময়িক বন্ধ রাখতে হয় তাহলে আগে থেকে সবাইকে একটু জানিয়ে দিবেন। কারণ পেশাদারিত্ব ও ভদ্রতা বলে একটা ব্যাপার আছে । আপনাদের মাঝে যদি তা না থাকে তাহলে বিলীন হতে বেশিদিন লাগবে না।

সামনে পাইলে শামু' বেয়াদব দারোয়ান (মোডু) রে ইচ্ছে মতো থাপ্রাইতাম , বেটা তোর এখানে আসি বলে কি মনে করিস যে পানিতে পরে গেছি? এইরকম ব্লগ ৪/৫ টা খোলার ক্ষমতা আমি 'কবি ও কাব্য' রাখি। শুধু আমি কেন এখানকার অনেক ব্লগার আছে যারা অনেক মানসম্পন্ন ব্লগ চালাতে পারেন। আরেকটা কথা, শামু'তে ইদানীং দেখছি শুধু নোংরা বিষয় নিয়ে ক্যাচাল আর ক্যাচাল! আবার দেখা যায় ১৮+ বিষয় বস্তু নিয়া লিখালিখি পোস্ট হয়! আমার কথা হইলো শামু' যদি তাঁর ব্যবসা বাড়ানোর জন্য চটি ব্লগ করতে চায় তাহলে আমাদের জানিয়ে দিক , আমরা আর শামুতে আসবো না। আর যদি মানসম্পন্ন থাকতে চায় তাহলে ঐ 'চটি' লেখকদের লিখা যেন পোস্ট না হয় সেই বিষয়ে ব্যবস্থা নেয়া। কারণ আমরা এখানে চটি পড়তে ও লিখতে আসি না।

এখন শামুই সিদ্ধান্ত নিবে যে সে ভালো ও মানসম্পন্ন থাকবে নাকি 'চটি ব্লগ' হবে ? আশা করি শামু আমার এই ব্যাপারে তাঁর মতামত পেশ করবেন। মেরুদণ্ডহীন হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এখানে অনেক ভদ্র মানুষ আসে। তাই বলছি যে কোন একটা করা হোক হয় ভদ্ররা এখানে আসবে না হয় লুচ্চা বদমাশ রা এখানে আসবে! না হলে কিন্তু থাপ্পড় একটাও মাটিতে পড়বে না শামুর দরোয়ান যেন এই কথাটা মনে রাখে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।