আমাদের কথা খুঁজে নিন

   

আলো আধারের অভিব্যক্তি

সৌন্দর্যে পূর্নচন্দ্রে কুত্রাপি নাস্তি, পরিপূর্নতা অপরিপূর্নতা অস্তি। ভোরের স্নিগ্ধ আলো ফুটলে পুব আকাশে; সে আলো বললো আমায় তোমায় ঘুম থেকে জাগাতে। দুপুরের প্রখর রোদ ডেকে আমায় বলে; তোমায় নিয়ে বসি যেন বট বৃক্ষের তলে। বিকেলের দুষ্টু রোদ বললো মিষ্টি হেসে; তোমায় নিয়ে পালিয়ে যেতে দুর আজানার দেশে। সাঝের গোধুলি আলো বললো আমায়........... মিলিয়ে যেতে যেতে; আমার হাত দুখানি রাখি যেন............ তোমার দুটি হাতে। রাতের আধার আমায় বললো চুপিসারে; তোমায় যেন রাখি, সারা রাতি............ আমার বুকে ধরে। (পাথর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।