আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কোন বর্বর আমার তিতাসকে হত্যা করলে

তুমি কোন বর্বর আমার তিতাসকে হত্যা করলে কি নাম তোমার, কি পরিচয়, কোথায় তোমার জন্ম? কোন তুমি আমার তিতাসকে দ্বিখন্ডিত করলে। তোমারা কি একবার মনে হয়নি তুমি এ রাষ্ট্রের একজন সেবক। তোমার কি মনে হয়নি তুমি এ দেশের গরিব মানুষের কষ্ট অর্জিত মানুষের অর্থে বেতন নাও মানুষকে সেবা করার জন্য। দেশের পবিত্র সংবিধান ছুয়ে তুমি প্রতিজ্ঞা করেছ অবিচল আস্থা আর বিশ্বস্ততার। কিভাবে তুমি পারলে এদেশের হাজার মানুষের বিশ্বাসকে ভঙ্গ করে তিতাসকে দ্বিখন্ডিত করলো।

কিসের কারণে কিসের চাপে, কোন মোহে তুমি তোমার বিবেক, সংবিধানিক দায়িত্ব লঙ্গণ করলে? তোমাক বিবেক কি একবার প্রশ্ন করল না, এ অপরাধ তুমি কোন করছ। লক্ষ লক্ষ মানুষ আজ নদী রক্ষায় এগিয়ে আসছে। সরকার নদীর রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেছে। মহামান্য আদালত নদীর রক্ষায় নির্দেশনা প্রদান করেছে। আর তুমি অবিবেচকরে মতো নদীকে ধ্বংশ করেছে।

... ধিক্কার তোমায়, ধিক্কার তুমি সংবিধানিক দায়িত্ব রক্ষা করতে পারিনি, তুমি শপথ ভঙ্গ করেছে। তুমি একজন অবিশ্বস্ত মানুষ.... ছি: ছিঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।