আমাদের কথা খুঁজে নিন

   

কে আজ জোয়ান হও আগুয়ান..তিতাসকে বাচাতে হবে...

তিতাস যাকে দেখে আমরা প্রথম নদীকে চেনা। তিতাস পানি প্রবাহ সাথে বেড়ে উঠেছি আমি, আমরা স্বপ্ন আর ভালবাসা..। নিজকে চিনতে শিখিয়েছে এই তিতাস..। তিতাস আমার অহংকার, আমার পরিচয়..। আমার তিতাস আজ ধ্বংশের দ্বার প্রান্তে, কারা কে, কেন এই তিতাস দখল করেছে তা শুনতে চাই না।

তিতাসকে বাচাতে হবে। সেই শুকুন আর হায়নারা যেন আর কোন তিতাসকে ধ্বংশ না করার সাহস পায়, তাই তাদের বিচারের সম্মুখীন করতে হবে। এদেশের কোন নাগরিক এ হীন কাজ করতে পারে..। সে কি কোন মানুষ..। নাকি অথের্র লোভ আর দাসত্বের ডাক তাকে বধির করেছে।

দেশের জনগনের টাকায় বেতন নিয়ে দেশের সাথে প্রতারণা। ধিক্কার...। ছিঃ তিতাসকে বাঁচাতে আমি লড়ব..। আপনারা আসবেন কি? বলুন বন্ধু আমরা কি করতে পারি? Click This Link http://blog.bdnews24.com/mmrsohel/57379  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।