আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সন্জীব দা (আর কখনো কি "ভুল দরজায়" কড়া নাড়বেনা?

নম: নম: নম: বাংলাদেশ মম- চির মনোরম, চির মনোরম.. সন্জীব চোধুরী । । । আমার কাছে এক আবেগের নাম-মানুষের প্রতি মানুষের ভালবাসা, সহমর্মিতা আর দেশের প্রতি মমত্ববোধের এক উজ্জ্বল আলোকচ্ছটার মূর্ত প্রতিকের প্রতিবিম্ব। দাদা শুধু মানবের মনের কথা-ই বলতেন না তাঁর গানে, সমাজের অসামন্জস্যতা, অশিক্ষা, আর স্বৈরাচার বিরোধি আন্দোলনেও তিনি ছিলেন অগ্রপথিক। হাত বাড়িয়ে কাছে টেনে নিতেন সকল অভাগা-অভাজনকে আর বলতেন: "হাত বাড়িয়ে বল-তুমি বন্ধু আমার ভাই"। আর তাইতো তিনি সবার কাছে পরিচিত ছিলেন দাদা নামে। আজ কাজল ভাইয়ের(সন্জীব চৌধুরীর ডাক নাম "কাজল") জন্মদিনে অনেক কিছু লিখবো বলে বসেছিলাম ডেস্কে। কিন্তু চোখ টা খুব পোড়াচ্ছে। দাদা চোখটা এত পোড়ায় কেন?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।