আমাদের কথা খুঁজে নিন

   

বকা খাবো

আমার এই পথ চাওয়াতে আনন্দ...... নিয়মিত বিরতিতে প্রতি রাতেই ছেলের ঘুম ভেঙ্গে যায় । একটু ক্যা কু করে আবার ঘুমিয়ে পড়ে । কাল রাতে ঠিক একই নিয়মে ছেলের ঘুম ভাঙলো । আবার যথারীতি তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি - ছেলে কিছুতেই ঘুমাবেনা । শুধু কাঁদে আর বলে - "আমি বকা খাবো" ।

আমি বলি - কি খাবা ? ছেলে বলে - "বকা খাবো" । আমি যতোই বলি কালকে সকালে আমি বকা দিবো - এখন ঘুমাও । ছেলে ততোই জোরে চিল্লায় আর বলে - "না তোমার বকা খাবোনা" । আমি বলি - "ওকে তাইলে সকালে বাবাকে বলবো তোমাকে যেন বকা দেয় " । কিছুতেই ছেলেকে ম্যানেজ করা যাচ্ছে না দেখে - ছেলের বাবাকে বললাম - দ্যাখো বাবা ছেলে এখন কি করবা ? তার বাবা - অনেকক্ষণ পর বের করলো - আসলে সেটা বকা না - সে বার্গার খেতে চাচ্ছে ।

অনেক কষ্টে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়ানো হলো । সকালে উঠেই আবার শুরু হলো সেই ঘ্যানর ঘ্যানর । ক'দিন পর থেকেই স্নো পড়া শুরু হবে - তাই ব্যাক ইয়ার্ড আর ফ্রন্ট ইয়ার্ড টা একটু রেডি করার দরকার ছিল । যেহেতু উইকেন্ড শুরু হয়েছে আর বাড়তি ছুটি হিসাবে বড়দিনের ছুটি পাওয়া গেছে -তাই এই টোটাল ৩ দিনে কাজটা করার সুযোগ পেয়ে - ছেলের বাবার সাথে সারাদিন কাজে লেগে পড়লাম । আর ছেলেকে বললাম - সন্ধ্যায় আমরা বার্গার কিং এ যাবো ।

এখন কাজ করতে দাও । ছেলে এই কথায় আশ্বস্ত হয়ে সারাদিন বেশ ঠাণ্ডা ছিল । সন্ধ্যায় রেডি হয়ে ৩ জনে বের হলাম - বাসার একদম কাছের বার্গার কিং এ গেলাম - দেখি বন্ধ । জিপিএস এ ঠিকানা দেখে সেকেন্ড কাছের বার্গার কিং এ গেলাম - সেটাও বন্ধ । একটু সন্দেহ হলো - ঘটনা কি ? ৩ নম্বর টাতে গেলাম - সেটাও বন্ধ ।

হঠাৎ - খেয়াল হলো - আরে কালকে তো বড়দিন - আজকে তো বিকালেই সব বন্ধ হয়ে যাওয়ার কথা । ততক্ষণে ৩০ মিনিটস পার হয়ে গেছে । খুব তাড়াতাড়ি গাড়ী ঘুরিয়ে একদম বাসার পাশের ম্যাকডোনালস এ গেলাম একমাত্র ভরসা হিসাবে (আমরা ৩ জনই সাধারনত ঠেকায় না পড়লে ম্যাকডোনালস এর খাবার তেমন খাই না ) । যাহোক - গিয়ে দেখি তাদের স্টাফরা বের হয়ে যাচ্ছে । পেছনের সীটে তাকিয়ে দেখি ছেলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে ।

মনটা এতো খারাপ হয়ে গেলো । এইমাত্র বাসায় ফিরে - ছেলেকে আর না জাগিয়ে বিছানায় দিতে গেছি - ছেলে ঘুমের মধ্যেই বলছে - "বকা খাবো - বকা খাবো " । কি যে খারাপ লাগছে ছেলের জন্য । মন খারাপ করে বসে আছি - কারণ আজকেও রাতে ঘুম ভাঙলে আবার শুরু হবে - "বকা খাবো - বকা খাবো " । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।