আমাদের কথা খুঁজে নিন

   

--নিজের রংটা চিনো --

এখানে বিনামূল্যে বিশ্ব-বিখ্যাত মাইন্ড বৈজ্ঞানিক দ্বারা মাইন্ড রিলেটেড এনি প্রবলেম অতি যত্ন সহকারে সলভ করা হয় । --নিজের রংটা চিনো -- যে পাখি হারিয়েছে তার নিজের রঙ সে আর উরতে না পারে - স্বাধিন যে সিংহ হারিয়েছে তার নিজের রঙ সে আর ধরতে না পারে - শিকার যে ফুল হারিয়েছে তার নিজের রঙ সে আর ছরাতে না পারে - সৌরভ যে নদী হারিয়েছে তার নিজের রঙ সে আর বইতে না পারে - আশির্বাদ যে ঝর্না হারিয়েছে তার নিজের রঙ সে আর গাইতে না পারে - প্রেম সংগিত যে মানুষ হারিয়েছে তার নিজের রঙ সে আর বাসতে না পারে ভালো - অবিশ্বাসী প্রকৃত রাজনিতীবিদ-- "বিশ্ব মা-শিশুর" মহান বোধে যে মন পুর্ন সে মনের মানুষি নিজের শরীরটাকে করে তূলে - অসীম যেন এক মহাসমুদ্র - যে কিনা বয়ে নিয়ে চলেছে অজস্র - দুর্বল মানুসের ঢেউ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.