আমাদের কথা খুঁজে নিন

   

পাঠ প্রতিক্রিয়া- কবি ও কবিতা

কবি ও কবিতা গত ১৮ নভেম্বর ২০১১ তারিখে দৈনিক প্রথমআলো পত্রিকার সাহিত্য সাময়িকীতে কবি ও প্রাবন্ধিক সাজ্জাদ শরিফের ”কবিতার অর্থ, কবিতার অনর্থ” লেখা প্রকাশের পর পাঠ প্রতিক্রিয়ায় পরপর শান্তনু চৌধুরি ও রাজু আলাউদ্দিনের ”কবিতার ইশতেহার, কবিতার হিসেব- নিকেশ” ও ”শৈবাল, শিশির এবং বাংলা কবিতার দীঘি” লেখা দুইটি পড়েছি। পড়ার পরপরই আমি ব্রিটিশ কবি পার্সি বিশি শেলীর ”কবিতার স্বপক্ষে” প্রবন্ধটি আবার পড়লাম। কবি শেলীর প্রবন্ধটি পড়ার কারণ, কবিতার ইশতেহার- তার স্বীকৃতি, আবার কবিতার শর্ত- কবিতা পাতে উঠার অনেক ব্যাপার চলে এসেছে। এসব ব্যাপার আমার ভাবনাকে এলোমেলো করে দিয়েছিল। তাই বাধ্য হয়েই শেলীর কাছে আবার গেলাম।

গিয়ে আমার অনেক উপকার হয়েছে। কবি ও কবিতা সম্মন্ধে আমার ভাবনাকে আবার পাকাপোক্ত করলাম। পাকাপোক্ত করলাম এই কারণে ; আমি জানি প্রত্যেক মহৎ কবি তাঁর সৃষ্টি দিয়েই মহৎ হয়ে উঠেন। কবির কাজই হচ্ছে নতুন কিছু করা- যা মানুষ আগে ভাবেনি। তার অস্তিত্ব আছে, কিন্তু অনুভব করতে পারেনি।

প্রত্যেক মহৎ কবি- শক্তিমান কবি সম্পূর্ণ নতুন নিজস্ব ধারা তৈরী করেন। যেমন করতে পেরেছিলেন জীবননান্দ দাশ , শামসুর রাহমান। তাঁরা কিন্তু ইশতেহার দিয়ে কোন পরিবর্তন করেননি। কবিতার পাঠকই তা একদিন উপলব্ধি করতে পারলো। তাঁদের কবিতা পাতে তুলতে কোন বিশেষ গোষ্ঠীর আলোচনার প্রয়োজন হয়নি।

কবিতা নিজ ক্ষমতা বলে পাঠকের হৃদয়ে আসীন হয়েছে। এটাই একজন মহৎ কবির প্রধান শক্তি। যে নতুন কিছু সৃষ্টি করতে পারেনা; বৃত্তকে ভেদ করতে পারেনা; যে এক জায়গায় ঘুরপাক খায় সে কিভাবে মহৎ কবি হবে? যে কবি; সে নতুন কিছু সৃষ্টি করতে পারে- বৃত্তকে ভেদ করতে পারে; নতুন নতুন কল্পনায় বিচরণ করতে পারে। তার জন্য ইশতেহার প্রয়োজন হয়না; তার কবিতা পাতে উঠার জন্য কোন বিশেষ গোষ্ঠীর আলোচনার প্রয়োজন হয়না। প্রত্যেক কবির কাজই হলো নতুন কিছু সৃষ্টি করা- নতুন ভাবনার সৃষ্টি করা।

এ কাজটা তারা করেন নিজ নিজ অবস্থান থেকে। আশির দশকে অনেকেই এ কাজটি করেছেন; তা জানতে পারি সাজ্জাদ শরিফ, শান্তনু চৌধুরী ও রাজু আলাউদ্দিনের লেখা থেকে। তাঁরা কতটুকু সফল, তা সময়ই একদিন বলে দেবে। ইতিহাসে কার কী মূল্য; একদিন ঠিকই প্রকাশ পাবে। কবিতা কী? কবি শেলীর ভাষায়: ” সাধারণ ভাবে বলতে পারি যে, কবিতা হচ্ছে কল্পনার প্রকাশ।

” শান্তনু বলেছেন: ” ..কবিতার আলোচনা ছাড়া আমরা যেমন একটি কবিতাকে কোনভাবেই পাতে তুলতে পারিনা, তেমনি কোন কবিতা তার শর্তটুকু পূরণ না করলে আমরা সেটি নিয়ে আলোচনাও করিনা। ....” আমি বলবো; আপনারা কি কবিতার সার্টিফিকেট দেন? সার্টিফিকেট দিয়ে কি কবিতা হয়? আমি সাজ্জাদ শরিফের সাথে একমত হয়ে বলছি; ” ইশতেহার দিয়ে কবিতা হয়না। ” সাথে এট্ওা বলছি; কোন কবিতাকে পাতে উঠানোর জন্য বিশেষ গোষ্ঠীর আলোচনার প্রয়োজন নেই এবং কবিতার কোন সার্বজনীন শর্তও নেই । আজ আপনি যে কবিতাকে , কবিতা বলছেন না- সেটা হয়তো একদিন আরেকজনের কাছে কবিতা হয়ে যাবে। কবিতার শক্তিই এটা।

কবিতা চিরন্তন। অনিরুদ্ধ আনজির সিলেট View this link View this link View this link View this link View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।