আমাদের কথা খুঁজে নিন

   

ভুল ।

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । আমায় ভুলেছ ভেবে আমিও খুব সহজে তোমায় ভুলতে পারি চোখকে আমার ভুমি মনকে পাথর করতে পারি , সময় যাবে নিজের ধারায় সাথে নিবে তোমায় হৃদয় না হয় মরল আবার , এটাই ছিল পাওয়ার । ভুলের মাঝে রইলে তুমি , ভুল গুলি মোর ছায়া ভুলের মাঝে ঘৃণা তোমার , ভুলই আমার মায়া । আছো তুমি আছি আমি তারপরো নাই কিছু শুন্য হল আকাশ আমার , আর নাই টান পিছুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।