আমাদের কথা খুঁজে নিন

   

PHP শিখুন Tutorial Number: #00003

নিজের সম্পর্কে লেখার কিছুই নেই। আমি বাংলাদেশের একজন -নাগরিক, চেষ্টা করছি সুনাগরিক হওয়ার জন্য। আমার ফেইসবুক একাউন্ট: http://facebook.com/kobisaheb এবং আমার ওয়েবসাইট http://mr9.in Tutorial Number: #00003 আজ অনেকদিন পর আবার টিউটোরিয়াল লিখতে বসলাম, এতদিন বিভিন্ন ব্যাস্ততার কারণে সময় করে উঠতে পারি নি । গত টিউটোরিয়ালে আমি echo ফাংশন নিয়ে লিখেছিলাম, আজ এই ফাংশনের কিছু সচরাচর ভূলের কথা বলব । এসব ভূল অত্যন্ত সামান্য হলেও এসব ভূলের কারণে পুরো স্ক্রিপ্ট এরর হয়ে যায় । echo এর সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে কোডের শেষে ; চিহ্ন ব্যাবহার । যেমন, echo 'ur html code'; এই চিহ্ন প্রায় সব PHP কোডের শেষেই ব্যাবহার করতে হয়, এটি না দেওয়া হলে syntax error দেখাবে । echo বা print ফাংশনে কোডটাকে ' অথবা " এর ভিতর রাখা হয়, যেমন, echo 'Simple HTML Paragraph'; এখানে মনে রাখতে হবে ' অথবা " কমার ভিতর যেন একই কমা HTML কোডে ব্যাবহার না করা হয়, তাহলে এরর দেখাবে । আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, ভূলঃ echo 'link title'; শুদ্ধঃ echo 'link title'; অথবা, echo "link title"; অথবা, echo 'link title'; অথবা, echo "link title"; তবে PHP এর ক্ষেত্রে এক কমার ভিতর মাঝে অই কমা দ্বিতীয়বার ব্যাবহার করতে হয় যেমন, echo 'your name is '.$name.' '; তবে এক্ষেত্রে " ব্যাবহার করাটাই সুবিধাজনক, যেমন, echo "your name is $name"; echo দ্বারা কোন ফাংশন প্রিন্ট করতে চাইলে তা অতি সহজেই করা যায়, যেমন, echo function_name(); আজ এপর্যন্তই থাক, খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি, সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং হ্যা আমাদের সাথেই থাকুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।